আজ বুধবার, ৪ ডিসেম্বর রবিযোগের শুভ সমাপতন তৈরি হয়েছে। আর এই শুভ যোগে ভগবানের গণেশের আশীর্বাদে মিথুন ও সিংহ রাশির জাতক-জাতিকারা ব্যবসায় অভাবনীয় সাফল্য পাবেন। এছাড়াও আজকের দিনটা কিছু রাশির জাতক জাতিকাদের জন্য অর্থবহ হতে চলেছে। অনেক দিনের পরিশ্রমের ফল পেতে পারেন। খুঁজে পেয়ে যেতে পারেন উপার্জনের নতুন পথ।
মেষ- আজকের দিনটা এই রাশির জাতক জাতিকাদের জন্য স্বাভাবিক থাকতে চলেছে। খুব একটা ঘটনাবহুল দিনের আশা না করাই ভালো। কাজের গতি স্বাভাবিক থাকবে। ব্যবসায় অর্থ ভাগ্য চলনসই। পড়ুয়াদের আরও মনযোগী হতে হবে।
বৃষ- কিছু অর্থ ব্যয় সাময়িক সমস্যার সৃষ্টি করতে পারে। চিকিৎসার কারণেও কিছু টাকা খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আজকের দিনটা একটু চাপের মধ্যে কাটতে পারে। তবে বিকেলের পর পরিস্থিতি আবার আপনার অনুকূলে চলে আসার সম্ভাবনা রয়েছে।
মিথুন- বিকেলের পর কোনও ভালো খবর পেয়ে মন খুশিতে ভরে উঠতে পারে। নতুন কাজে হাত দেওয়ার আগে নিজের মনকে তৈরি রাখুন। বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে। বাড়ির বাইরে সাবধানে চলা ফেরা করার দরকার রয়েছে।
কর্কট- পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলুন। নিজের ওপর আস্থা রাখুন। জীবনে শুরু হতে চলেছে নতুন অধ্যায়। আরও বেশি দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত থাকুন। দীর্ঘ দিনের কোনও জট এবার কাটার সম্ভাবনা রয়েছে। পারিবারিক কারণে কিছুটা উদ্বেগ থাকবে।
সিংহ- ব্যবসায়ীদের জন্য দিনটা শুভ প্রমাণিত হতে পারে। অর্থ ভাগ্য ভালো। নতুন করে বিনিয়োগের ব্যাপারে বিবেচনা করতে পারেন। তবে অত্যাধিক লোভ করার পরিণাম ভালো নাও হতে পারে। নিজের শরীরের প্রতি বাড়তি নজর দেওয়ার দরকার রয়েছে।
তুলা- নতুন কাজের জন্য অনুসন্ধান জারি রাখতে পারেন। গুরুজনের শারীরিক অসুস্থতার কারণে কাজে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। কাজের সূত্রে বাড়ি থেক দূরে কোথাও যেতে হতে পারে। কথা বলার ক্ষেত্রে আরও একটু সংযম প্রয়োজন।
কন্যা- প্রিয় কোনও মানুষের কাছ থেকে পেতে পারেন আমন্ত্রণ। কাজে কিছুটা দেরি হলেও সুফল হাতে পাবেন। উঁচু কোনও জায়গা থেকে পড়ে আঘাত পাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। টাকাপয়সা নিয়ে কিছুটা টানাটানি থাকবে। নতুন চাকরির জন্য খোঁজ জারি রাখুন।
বৃশ্চিক- এই রাশির জাত জাতিকাদের জন্য আজকের দিনটা মোটামুটি ভালো কাটবে। সকালের দিকে পেয়ে যেতে পারেন মন ভালো করা কোনও খবর। ছুটির দিন হলেও হাতে কাজ থাকবে। প্রয়োজনে কিছু দৌড়ঝাঁপ করতে হতে পারে। নতুন বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।
ধনু- পেটের সমস্যার কারণে কাজের গতি শ্লথ হয়ে যেতে পারে। দ্রুততার সঙ্গে কাজ করতে গেলে বিপত্তির সম্ভাবনা রয়েছে। এখনই কোথাও বাড়তি বিনিয়োগ না করাই ভালো। বন্ধুদের সঙ্গে কাছেপিঠে কোথাও ঘুরতে যেতে পারেন।
মকর- কাছেপিঠে কোথাও ঘুরে আসতে পারেন। মানসিক শান্তি ও কাজের চাপের হাত থেকে সাময়িক রেহাই পাওয়ার জন্য হাওয়া বদলের কথা ভাবতে পারেন। অর্থ ভাগ্য মোটামুটি। অতিরিক্ত কোথাও খরচ হওয়ার সম্ভাবনা কম। তবে বেহিসেবি হলে সমস্যায় পড়তে পারেন।
কুম্ভ- নতুন কিছু কেনার ব্যাপারে স্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন। দরকারে অভিজ্ঞ কারও পরামর্শ নিয়ে কাজে হাত দিতে পারেন। সামাজিক ক্ষেত্রে বিশেষ কোনও কারণ ছাড়াই সম্মানহানির শঙ্কা রয়েছে।
মীন- ব্যবসায়ীদের জন্য দিনটা উল্লেখযোগ্য হতে চলেছে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে। যারা চাকরি করেন, তাঁদের জন্য দিনটা স্বাভাবিক থাকতে চলেছে। আগামী দিনে উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে।