শ্বেতা মিত্র, কলকাতাঃ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের প্রথম বুলেট ট্রেন (Bullet Train) নিয়ে প্রকাশ্যে এলে বড় আপডেট। যত সময় এগোচ্ছে ততই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের জনপ্রিয়তা সাধারণ মানুষের মধ্যে বেড়েই চলেছে। এদিকে এই ট্রেনের পাশাপাশি আরও একটি ট্রেন নিয়ে রীতিমতো স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছেন দেশবাসী। আর সেটা হল বুলেট ট্রেন। এই ট্রেন কবে চালু হবে সেই অপেক্ষায় কার্যত দিন গুনছেন দেশবাসী। তবে আর চিন্তা নেই, কারণ এবার এই ট্রেন চলাচল কবে করবে সেই দিনক্ষণ জানা গেল! শুনে চমকে গেলেন তো? এটাই সত্যি। আপনিও জেনে নিন।
বুলেট ট্রেন নিয়ে বড় আপডেট
মহারাষ্ট্রে নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভারতের উচ্চাভিলাষী বুলেট ট্রেন প্রকল্প আরও জোরদার হতে চলেছে। মুম্বই-আহমেদাবাদ হাই-স্পিড রেল (এমএএইচএসআর) প্রকল্পটি ভবিষ্যতে সম্প্রসারণের ভিত্তি হিসাবে কাজ করবে বলে জানিয়েছেন এক কর্মকর্তা জানিয়েছেন। ভারত স্বাধীনভাবে এই প্রকল্প পরিচালনা ও সম্প্রসারণের জন্য প্রস্তুত। ভারত এখন একা হাতে এই প্রকল্পকে আরও এক উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী।
বুলেট ট্রেনের গতি কত হবে?
এখন প্রশ্ন উঠছে যে বুলেট ট্রেনের গতি কত হতে পারে? প্রকল্পটি নিয়ে ভারতের উচ্চাকাঙ্ক্ষা তুলে ধরে এক কর্মকর্তা বলেন, ভারত বুলেট ট্রেন তৈরিতে পুরোপুরি সক্ষম হতে চায়। ট্রেনটি ২৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারে এবং গড়ে ২৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলতে পারে। তবে, সাসপেনশন সিস্টেমে ক্রমবর্ধমান উন্নতি সত্ত্বেও, পাওয়ার ট্রেন এবং ট্রেন বডির মতো মূল উপাদানগুলি বিকাশ করতে প্রায় তিন বছর সময় লাগতে পারে। অর্থাৎ ২০২৬ সালের আগে ভারতে বুলেট ট্রেনের টিকি দেখা যাবে না।
অনেক রুটে বুলেট ট্রেন প্রকল্প
ভারতের বুলেট ট্রেন প্রকল্পে প্রধান ভূমিকা পালনকারী জাপানের শিনকানসেন কোম্পানির কথা উল্লেখ করে ওই কর্মকর্তা স্পষ্ট করে দেন যে, “আমাদের লক্ষ্য হল জাপানের সহযোগিতা বজায় রাখা।” তিনি জানান, এমএএইচএসআর করিডোরে চলমান আধুনিক ট্রেন সরবরাহের জন্য আলোচনা চলছে।
প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে
প্রাপ্ত তথ্য অনুযায়ী, MAHSR করিডোরের কাজ ৫০% সম্পন্ন হয়েছে। রেলওয়ে বোর্ড ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিকে (আইসিএফ) ২৮০ কিলোমিটার গতিতে পৌঁছাতে সক্ষম বুলেট ট্রেন তৈরির দায়িত্ব দিয়েছে। বিইএমএলকে ৮৬৬.৮৭ কোটি টাকা ব্যয়ে এই ট্রেনগুলি তৈরির বরাত দেওয়া হয়েছে, যার প্রতিটি কোচের দাম ২৭.৮৬ কোটি টাকা।