পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমানে যে হারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে তাতে ভবিষ্যতের জন্য সঞ্চয় যে অত্যাবশ্যক সেটা সকলেই বুঝতে পারছেন। তাই একটা ভালো বিনিয়োগের মাধ্যম খুঁজছেন অনেকেই। আপনিও যদি নিরাপদ ভাবে বিনিয়োগ করে মোটা টাকা রিটার্ন পেতে চান তাহলে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করতে পারেন। আজকের প্রতিবেদনেই এমন একটি ব্যাঙ্কের খোঁজ দেব যেখানে FD তেই ৮% পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে।
ফিক্সড ডিপোজিটে মিলবে ৮% সুদ
সরকারি ব্যাঙ্কের তুলনায় বেসরকারি ব্যাঙ্কে যে বেশি সুদ পাওয়া যায় এটা কম বেশি সকলেই জানেন। আজ যে ব্যাঙ্কের সম্পর্কে আপনাদের জানাবো সেই হল কর্ণাটক ব্যাঙ্ক। এটি একটি বেসরকারি ব্যাঙ্ক, যেখানে ফিক্সড ডিপোজিট করলে বছরে ৮% পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছে। যেটা বর্তমানে বাজারের বাকি ব্যাঙ্কের তুলনায় অনেকটা বেশি।
কর্ণাটক ব্যাঙ্কের Fixed Deposit-এ সুদের হার
আপনি নূন্যতম ৭ দিন থেকে সর্বোচ্চ ১০ বছরের জন্য FD করতে পারেন। বিনিয়োগের সময়ের উপর নির্ভর করে কর্ণাটক ব্যাঙ্ক ৩.৫% থেকে ৮% পর্যন্ত সুদ প্রদান করে। যদি ৩ মাসের জন্য বিনিয়োগ করেন তাহলে ৪% সুদ পাওয়া যাবে। তবে ৬ মাসের জন্য বিনিয়োগ করলে ৬.২৫% সুদ পাওয়া যাবে। এছাড়া ১ থেকে ২ বছরের বিনিয়োগের ক্ষেত্রে ৭.২৫% ও ৩৭৫ দিনের জন্য বিনিয়োগ করলে ৭.৫% সুদ পাওয়া যাবে। এই সমস্ত সুদের হার ৬০ বছরের নিচের গ্রাহকদের জন্য প্রযোজ্য।
তবে আপনি যদি একজন সিনিয়ার সিটিজেন হন তাহলে সমস্ত বিনিয়োগের উপরেই ০.৫০% অতিরিক্ত সুদ পাওয়া যাবে। সেই হিসাবে যদি ৩৭৫ দিনের জন্য বিনিয়োগ করেন তাহলে ৮% সুদ পাওয়া যাবে।
প্রি-ম্যাচিওর ফিক্সড ডিপোজিট ভাঙার নিয়ম
যদি কোনো বিশেষ কারণে সময়ের আগেই ফিক্সড ডিপোজিটের টাকা ভুলতে হয় সেক্ষেত্রে যে সুদের হার পাওয়ার কথা ছিল সেটা যেমন পাওয়া যাবে না, তেমনি কিছু টাকা পেনাল্টি হিসাবে কেটে নেওয়া হতে পারে। ২ কোটি টাকার নিচে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ০.৫% সুদ কম দেওয়া হবে। তবে সেটা একটা নির্দিষ্ট সময় পেরোনোর পরে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য নিকটবর্তী কর্ণাটক ব্যাঙ্কে যোগাযোগ করতে হবে।