DA মামলায় নয়া চাল আন্দোলনকারীদের, সুপ্রিম কোর্টে চাপে পড়তে পারে পশ্চিমবঙ্গ সরকার

Published on:

sangrami joutha mancha might join in da arrear case agains state government

পার্থ সারথি মান্না, কলকাতাঃ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে চলা আইনি জট আরও একবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সম্প্রতি জানিয়েছেন যে, এই মামলায় তাদের পক্ষ থেকে সম্পূর্ণ উদ্যমে আইনি লড়াইয়ে সামিল হওয়ার তোড়জোড় চলছে। তিনি উল্লেখ করেন, “DA মামলায় আমাদের সংগঠন সবথেকে দক্ষ আইনজীবীদের একটি দল নিয়ে প্রস্তুতি নিচ্ছে।”

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জানুয়ারিতে শুনানি, সুপ্রিম কোর্টে নজর

আগামী ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা। মামলাটি মূলত পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা বকেয়া DA পরিশোধ এর জন্য। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে সংগঠনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে জোরালো প্রস্তুতি চলছে বলেই জানা যাচ্ছে।

ডিএ মামলার সূত্রপাত ২০১৬ সালে। শুরুতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (SAT) থেকে কলকাতা হাইকোর্ট আর বর্তমানে সুপ্রিম কোর্টে পৌঁছেছে মামলা। এরপর ২০২২ সালের ডিসেম্বরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন (এসএলপি) দাখিল করে। তার আগে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে, তিন মাসের মধ্যে সমস্ত বকেয়া ডিএ পরিশোধ করতে হবে। তবে রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

DA মামলার বর্তমান পরিস্থিতি

বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা পাচ্ছেন। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় তাঁরা ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। ২০২৪ সালে মোট ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে জানুয়ারিতে ৪% ও এপ্রিলে ৪% ডিএ বৃদ্ধি করা হয়। তবে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা ডিএ নিয়ে আইনি জট এখনও কাটেনি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group