কৌশিক দত্ত, কলকাতাঃ ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচ পারথে অনুষ্ঠিত হয়। এই ম্যাচের প্রথম ইনিংসে ব্যর্থ হন ভারত ও অস্ট্রেলিয়া দুই দলের প্লেয়াররাই। একদিকে ভারত ১৫০ করে অলআউট হয়, অন্যদিকে অস্ট্রেলিয়া মাত্র ১০৪ রানে গুটিয়ে যায়। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ রান করেছিলেন মিচেল স্টার্ক। তিনি ১১২ বলে ২৬ করেছিলেন। আর ব্যাট করার সময় মিচেল স্টার্ক তাঁর IPL দল কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন সতীর্থকে স্লেজিং করেন। তিনি ব্যাটিংয়ের সময় টিম ইন্ডিয়ার বোলার হর্ষিত রানাকে খোঁচা দিয়ে বলেন, ‘তোমার থেকে জোরে বল করি।’ হর্ষিত রানা মিচেল স্টার্কের সেই কথা হেসে উড়িয়ে দিয়েছিলেন। এরপর রানার বলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন স্টার্ক।
বলে দিই, BGT-তে স্লেজিং নতুন কিছু নয়। ১৯৯৬ থেকে শুরু হওয়া এই বর্ডার-গাভাস্কার ট্রফিতে এর থেকেও অনেক বেশি স্লেজিং দেখা গিয়েছে। আর ক্রিকেট প্রেমীরা এই স্লেজিং উপভোগও করেন। তবে দলের সতীর্থকে স্লেজিংয়ের মুখে পড়া ভালো ভাবে নেননি যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় ইনিংসে যশস্বীর পালা স্লেজিংয়ের শিকার হন মিচেল স্টার্ক।
মিচেল স্টার্ককে পাল্টা স্লেজিং যশস্বী জয়সওয়ালের
পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে দুরন্ত পারফর্ম দেখিয়েছিলেন ভারতীয় ব্যাটাররা। ওপেনে নেমে যশস্বী ও কেএল রাহুল ২০১ রানের পার্টনারশিপ গড়েন। সেই সময় মিচেল স্টার্ককে (Mitchell Starc) পাল্টা স্লেজ করেন টিম ইন্ডিয়ার তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল। তিনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলার স্টার্ককে খোঁচা দিয়ে বলেন, ‘তুমি অনেক ধীর গতিতে বোলিং করছ।’ স্টার্কও মুচকি হেসে এর জবাব দেন।
স্লেজিং নিয়ে মুখ খুললেন মিচেল স্টার্ক
তবে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগে মিচেল স্টার্ক সেই স্লেজিং নিয়ে মুখ খুলেছেন। অস্ট্রেলীয় পেসার বলেন, ‘সেই সময় আমি যশস্বীর কথা শুনতেই পারিনি। যশস্বী সেই সময় একটি দুর্দান্ত ফ্লিক করেছিল, পরের বলও আমি একই করি। কিন্তু যশস্বী আর ফ্লিক না করে বলটি ডিফেন্ড করে। তখন আমি ওকে জিজ্ঞাসা করি, ফ্লিক মারলে না কেন। এরপর সে হেসে দেয়। আমরা জানি বর্তমানে যশস্বী ভারতীয় দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন, তিনি ভালও খেলছেন। দ্বিতীয় ইনিংসে সুন্দর পারফর্ম করেন যশস্বী। পরিস্থিতির ভালো সুযোগ নেন তিনি।’