আরও কম সময়ে কলকাতা থেকে উত্তরবঙ্গ! কল্যাণী এক্সপ্রেসওয়ে নিয়ে সুখবর শোনাল রাজ্য সরকার

Published on:

kalyani expressway

শ্বেতা মিত্র, কলকাতাঃ এসে গেল সেই সুখবর যেটার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন বাংলায় সাধারণ মানুষ। এমনিতে যত সময় এগোচ্ছে ততই বাংলা রাস্তাঘাট উন্নত থেকে উন্নততর হয়ে উঠছে। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন যাত্রা আরো মাখন-এর মত মসৃণ হয়ে গিয়েছে। তবে এবার প্রকাশ্যে এল কল্যাণী এক্সপ্রেসওয়ে (Kalyani Expressway) নিয়ে বড়সড় আপডেট। এই রাস্তার উপর দিয়ে আপনারা যদি আগামী দিনে যাওয়ার পরিকল্পনা হয়ে থাকে তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র।

আমাদের সাথে যুক্ত হন Join Now

বিরাট পদক্ষেপ রাজ্যের

আগামী দিনে কলকাতা বিমানবন্দর এবং কল্যাণী AIIMS যাওয়া আরও সহজ হতে চলেছে। কারণ এই চার লেনের সড়ক যোগাযোগ নিশ্চিত করার লক্ষ্যে, রাজ্য PWD পর্যায়ক্রমে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এবং কল্যাণীর মধ্যে সড়ক অবকাঠামো প্রকল্পগুলি প্রায় শেষ করেছে। এই কাজের ফলে দুই জায়গার মধ্যে সফরের সময়কে ২ ঘন্টা থেকে কমিয়ে মাত্র ৪৫ মিনিটে নামিয়ে আনা হবে। এই প্রোজেক্ট উত্তরবঙ্গে আরও ভাল যাতায়াত নিশ্চিত করবে।

বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে জাগুলিয়া পর্যন্ত মোট ৪৩ কিলোমিটার জুড়ে পর্যায়ক্রমে প্রকল্পগুলি তৈরি করা হয়েছে। মোট ৪৩ কিলোমিটারের মধ্যে ৩৯ কিলোমিটার জুড়ে চার লেনের সড়ক নির্মাণের কাজ আগামী বছরের শুরু থেকে পুরোপুরি চালু করা হবে। এই প্রসঙ্গে রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় বুধবার বলেছেন যে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এবং মুড়াগাছা মোড় (উত্তর ২৪ পরগনার সোদপুর) এর মধ্যে প্রথম ৪ কিলোমিটার অংশে চার লেনের রাস্তা নির্মাণের কাজ বিভিন্ন মামলার কারণে বিলম্বিত হয়েছে, তবে এই অংশে ২ লেনের রাস্তা নির্মাণের কাজ ২০২৫ সালের মে মাসের মধ্যে শেষ হবে।

Whatsapp Broadcast Join Now

২০২৫ সালের মধ্যে শেষ হবে কাজ?

কল্যাণী এক্সপ্রেসওয়েতে মুড়াগাছা মোড় এবং কাম্পা মোড়ের মধ্যে ২৯ কিলোমিটার রাস্তা বরাবর ৪ লেনের রাস্তা নির্মাণের কাজ শেষ হয়েছে। হাই মাস্ট ল্যাম্প বসানোর কাজ চলছে। চলতি মাসের শেষের দিকে ২৯ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের কাজ শেষ হবে। কাম্পা মোড় এবং জাগুলিয়ার মধ্যে ৯ কিলোমিটারের চূড়ান্ত অংশে, একটি ৬ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার রয়েছে যা এই বছরের শেষের দিকে নির্মাণও শেষ হবে। এই পর্যায়ের বাকি ৩ কিলোমিটার অংশও শীঘ্রই শেষ করা হবে বলে জানান মন্ত্রী। এই কাজ হয়ে গেলে উত্তরবঙ্গের জেলাগুলিতে যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হবে।

সঙ্গে থাকুন ➥
X