নতুন মাসে ঘুরে গেল খেলা! সেরার তকমা হারাল ফুলকি, কে টপার? রইল TRP তালিকা

Published on:

5th december target rating point list of bengali serials

পার্থ সারথি মান্না, কলকাতাঃ নতুন সপ্তাহ পড়তেই দর্শকদের মনের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে কে হবে এ সপ্তাহের বেঙ্গল টপার? বৃহস্পতিবার বেলা বাড়তেই মেলে প্রশ্নের উত্তর। হ্যাঁ ঠিকই ধরেছেন বাংলা সিরিয়ালের টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) কথাই বলছি। ইতিমধ্যেই সাপ্তাহিক TRP তালিকা প্রকাশ্যে এসেছে। তবে এবারে আর ফুলকি নয় বাজিমাত করেছে ষ্টার জলসার মেগা। কে? জানতে হলে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কে হল বেঙ্গল টপার?

সদ্য প্রকাশিত টিআরপি তালিকা অনুযায়ী সবাইকে টেক্কা দিয়ে এসপ্তাহে সেরার সেরা হয়ে গিয়েছে কথা। মান্ডবীর নকল অন্ধত্বের রহস্যের সমাধান করতে গিয়ে ষড়যন্ত্রের পিছনে কে আছে সেটা উদ্ধার করে ফেলেছে গোবরদেবী। টানটান উত্তেজনার এই পর্বের জেরেই ৭.২ পয়েন্ট সহ বেঙ্গল টপার হয়ে গিয়েছে কথা। অবশ্য অল্পের জন্য যুগ্ম টপার হওয়ার সুযোগ হাত ছাড়া হয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’র। এসপ্তাহে শ্যামলী-অনিকেতের জুটি পেয়েছে ৭.১ পয়েন্ট।

টিআরপি তালিকার সেরা ৫ মেগা

তৃতীয় স্থানে এখনই রয়েছে দুই মেগা, একটি গীতা LLB ও অন্যটি হল নতুন শুরু হওয়া পরিনিতা। দুজনেই এসপ্তাহে ৭.০ পয়েন্ট পেয়েছে। এরপর চতুর্থ স্থানে রয়েছে গত সপ্তাহের বেঙ্গল টপার ফুলকি, পেয়েছে ৬.৯ পয়েন্ট। এরপর পঞ্চম স্থানে রয়েছে রাঙ্গামতি তীরন্দাজ, পেয়েছে ৬.৬ পয়েন্ট।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বাংলা সিরিয়ালের সেরা দশের টিআরপি । Bengali Serial Top 10 Serial TRP

কথা – ৭.২
কোন গোপনে মন ভেসেছে – ৭.১
গীতা LLB, পরিণীতা – ৭.০
ফুলকি, উড়ান, জগদ্ধাত্রী – ৬.৯
রাঙামতি তীরন্দাজ – ৬.৬

আনন্দী – ৬.৪
তেঁতুলপাতা, রোশনাই – ৬.২
শুভ বিবাহ – ৬.০
মিত্তির বাড়ি – ৫.৬
অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল – ৫.৫

Zee Banga Mittir Bari Serial

সেরা দশ বাদেও সদ্য শুরু হওয়া আদৃত রায়ের সিরিয়াল ‘মিত্তির বাড়ি’ও বেশ জনপ্রিয়তা পেতে শুরু করেছে। এসপ্তাহে ধারাবাহিকটি ৫.৬ পয়েন্ট পেয়েছে। এছাড়া সিরিয়াল বাদে রিয়েলিটি শো দেখতেও ভালোবাসেন দর্শকেরা। এসপ্তাহে ‘দিদি নং ১’ সানডে ধামাকা পর্ব ৫.৪ পয়েন্ট পেয়েছে আর সারেগামাপা পেয়েছে ৫.৮ পয়েন্ট।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group