প্রীতি পোদ্দার: দীপাবলির আগেই সুখবর পেয়েছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কোটি কোটি কর্মী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্র। চলতি বছর শুরুর মুখেই মোদি সরকার কেন্দ্রের সকল কর্মীদের DA একধাক্কায় ৪ শতাংশ বাড়িয়ে দিয়েছিল। আর ফলে DA এর পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল ৫০ শতাংশে। কিন্তু যেহেতু বছরে দু’বার DA বৃদ্ধি পায়। তাই দীপাবলীর আগে মোদি সরকার কেন্দ্রের সকল কর্মীদের DA আরও ৩ শতাংশ বাড়িয়ে দেয়। যার ফলে ৫০ শতাংশ থেকে বেড়ে তা হয়েছিল ৫৩ শতাংশ। অন্যদিকে DR এরও পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশে।
ফের DA বৃদ্ধির পথে কেন্দ্রীয় সরকার
অন্যদিকে রাজ্য সরকারী কর্মচারীদেরও বেতনের সাথে সামঞ্জস্য রেখে প্রতি বছর দুবার DA বাড়ানো হয়। সেই মতোই এবার দীর্ঘ অপেক্ষার পর ডিএ (Dearness allowance) বৃদ্ধি করল রাজ্য সরকার। দীর্ঘ অপেক্ষার পর লক্ষ্মীলাভ হল ৯ লাখ রাজ্য সরকারি কর্মীর। তবে এই সুসংবাদ পশ্চিমবঙ্গের সরকারী কর্মীদের জন্য নয়। আসলে এই DA বৃদ্ধি পাচ্ছে গুজরাটের সরকারী কর্মীদের।
একধাক্কায় ৩ শতাংশ বাড়ানো হল DA এবং DR
গতকাল অর্থাৎ বুধবার গুজরাটের সরকারী কর্মীদের উদ্দেশে রাজ্য সরকার ঘোষণা করেছেন যে, রাজ্যের সকল কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য DA ও DR বৃদ্ধি করা হবে। জানা গিয়েছে মূল বেতনের ৩ শতাংশ হারে এই DA বৃদ্ধি করা হয়েছে। এর ফলে ৫০ শতাংশ থেকে বেড়ে DA এবার ৫৩ শতাংশ হবে। ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে এই বর্ধিত DA।
আসলে কেন্দ্রীয় সরকারের হিসাব অনুযায়ী জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করা কর্মচারীদের ক্ষেত্রে বর্তমানে মহার্ঘ ভাতার হিসাব করা হয় অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড়ের ওপর ভিত্তি করে। সেই ক্ষেত্রে DA বৃদ্ধির ফর্মুলাটা হল – {গত ১২ মাসের (অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড় (ভিত্তি বছর – ২০০১ =১০০) -১১৫.৭৬)/১১৫.৭৬} X ১০০। আর সেই একই হিসাব মেনেই সপ্তম বেতন কমিশনের অধীনে কাজ করছে গুজরাটের সরকারি কর্মীরাও এই ফর্মুলাতেই DA পেয়ে থাকেন।