১৯,০০০ বেতন হলেই অবসরে পাবেন ১.৫ কোটি পেনশন! দেখে রাখুন সহজ হিসাব

Published on:

rs 1.5 crore retirement corpus fund with only rs 19000 salary see calculations

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বছরের শেষ মাসে সরকারি থেকে বেসরকারি কর্মীদের জন্য একেরপর ঘোষণা হয়ে চলেছে। বড়সড় আপডেট মিলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (Employees’ Provident Fund Organisation) তরফ থেকেও। EPF-র টাকা তোলার জন্য আগে যেখানে অনলাইনে আবেদন করার পর অপেক্ষা করতে হত সেখানে EPFO 3.0 চালু হলে খুব সহজেই টাকা তোলা যাবে বলে জানানো হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

EPFO নিয়ে বড় আপডেট

নতুন সিস্টেম চালু হলে ডেবিট কার্ডের মত ATM থেকেই EPF এর টাকা তুলে নেওয়া যাবে। এমনকি ১২% টাকা জমার লিমিট তুলে নেওয়াও হতে পারে যাতে অবসরের সময় আরও বেশি টাকা রিটার্ন পেতে পারেন কর্মচারীরা। অবশ্য প্রয়োজনে পিএফ থেকে টাকা তোলা যাবে। তবে যদি একটানা জমাতে পারেন তাহলে অবসরের পর ভালো টাকা পেনশন পাওয়া যেতে পারে।

১৯,০০০ বেতনেই মিলবে ১.৫ কোটির রিটায়ারমেন্ট ফান্ড

হ্যাঁ ঠিকই দেখেছেন, আপনার যদি মাসিক বেতন ১৯,০০০ টাকা হয় তাহলে আপনি অবসরের সময় ১.৫ কোটি টাকা জমাতে পারবেন EPF এর মাধ্যমে। ভাবছেন কিভাবে? আসলে ১২% হিসাবে জমা হওয়া টাকা আর বার্ষিক বেতন বৃদ্ধি হিসাবে করে অবসরের বয়স পর্যন্ত যদি টাকা জমা করা হয় তাহলেই ১.৫ কোটি জমানো সম্ভব। চলুন নিচে সমস্ত ব্যাপারটার হিসাব দেখে নেওয়া যাক।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কিভাবে পাবেন ১.৫ কোটি রিটার্ন?

আপনি যদি দেড় কোটি টাকা জমাতে চান সেক্ষেত্রে আপনার বয়স হতে হবে ২৪ বছর আর আপনার বেতন হতে হবে ১৯,০০০ টাকা। এক্ষেত্রে আপনার অবসরের বয়স পর্যন্ত ৩৬ বছর ১২% হারে EPF অ্যাকাউন্টে বিনিয়োগ করা যাবে।

epf and esic salary limit might doubled by government of india

এবার ধরে নেওয়া হল আপনার প্রতিবছর ৫% করে বেতন বৃদ্ধি হবে। তাহলে ৩৬ বছরে আপনার মোট EPF অ্যাকাউন্টে জমা পড়বে ১,৫১,১৯,৪৪৯ টাকা। এর মধ্যে সুদ হিসাবেই পাওয়া যাবে আরও ১,১৪,৮৮,২১৯ টাকা। তবে এক্ষেত্রে যে সমস্ত শর্ত বলা হয়েছে সেগুলি অবশ্যই মানতে হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group