কৈশিক দত্ত, কলকাতাঃ ভারত, অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে শুরু হয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। তবে ম্যাচের শুরুতেই বড়সড় ধাক্কা খায় ভারত। টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার ব্যাটার যশস্বী জয়সওয়াল ১ বলে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের (Mitchell Starc) প্রথম বলেই তিনি LBW হন। যশস্বীকে ফিরিয়ে নিজের বদলা পূরণ করে নিলেন মিচেল স্টার্ক।
মিচেল স্টার্ক আর যশস্বী জয়সওয়ালের স্লেজিং যুদ্ধ
প্রথম টেস্টের প্রথম ইনিংসে যশস্বী তেমন কিছু না করতে পারলেও দ্বিতীয় ইনিংসে তিনি দুর্দান্ত পারফর্ম করেন। ১৬১ রানের ইনিংস খেলেছিলেন যশস্বী। আর এই ইনিংসেই তিনি অস্ট্রেলিয়ার জোরে বোলার মিচেল স্টার্ককে স্লেজিং করেন। ব্যাট করার সময় যশস্বী মিচেল স্টার্ককে উদ্দেশ্য করেন বলেন, তোমার বল অনেক আসতে আসছে। আসলে, প্রথম ইনিংসে মিচেল স্টার্ক টিম ইন্ডিয়ার জোরে বোলার হর্ষিত রানাকে স্লেজ করেছিলেন। স্টার্ক ভারতের বোলারকে উদ্দেশ্য করে বলেছিলেন যে, তোমার থেকে আমি জোরে বল করি। সেটারই পাল্টা দেন যশস্বী।
অ্যাডিলেডের টেস্ট ম্যাচে তিন তিনটি বদল হয়েছে টিম ইন্ডিয়ায়। রোহিত শর্মা, শুভমন গিল এবং সবথেকে গুরুত্বপূর্ণ রবিচন্দ্রন অশ্বিন দিনরাতের টেস্টে দলে সুযোগ পেয়েছেন। দ্বিতীয় টেস্টে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়েছেন ধ্রুব জুরেল, দেবদূত পাদিক্কাল ও ওয়াশিংটন সুন্দর। দলের স্বার্থে রোহিত শর্মা নিজের ওপেনিং পজিশন ছেড়েছেন এই ম্যাচে। অধিনায়ক নিজে নীচে নামার সিদ্ধান্ত নিয়ে কেএল রাহুলকে ওপেনে পাঠিয়েছেন।
দিন রানের টেস্টে ম্যাচে টিম ভারতীয় দলের সবথেকে সফল বোলার হলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি এখনও পর্যন্ত ৪ ম্যাচে ১৮ টি উইকেট নিয়েছেন। অপরদিকে পিঙ্ক বলের টেস্টে ভারতীয় দলের সবথেকে ব্যাটার হলেন বিরাট কোহলি। তিনি ৪ ম্যাচে ২৭৭ রান করেছেন।