‘হিন্দুদের উপর অত্যাচার, জাতীয় পতাকার অবমাননা!’ দুর্গাপুরের হাসপাতালে নিষিদ্ধ বাংলাদেশিরা

Published on:

boycott

প্রীতি পোদ্দার, দুর্গাপুর: গত কয়েকমাস ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্মমভাবে অত্যাচার করে চলেছে সেখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, ভারতের জাতীয় পতাকার উপর দিয়ে হেঁটে যাচ্ছে বাংলাদেশের লোকজন। আর সেই ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভারতের জনসাধারণের কাছে চূড়ান্ত অপমানজনক হয়ে দাঁড়িয়েছে। প্রতিবাদমুখী হয়ে উঠেছে গোটা দেশ। ইতিমধ্যেই কলকাতার একাধিক হাসপাতালের তরফে বাংলাদেশের রোগীদের বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার সেই একই পন্থা অবলম্বন করল দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কেন এই সিদ্ধান্ত?

জানা গিয়েছে ‘Citizen Hospital’ নামে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল বাংলাদেশ থেকে আসা রোগী বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। এই হাসপাতালে টানা দশ দিন ধরে সম্পূর্ণ বন্ধ রয়েছে বাংলাদেশের রোগীদের চিকিৎসা পরিষেবা। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং ভারতের কাছে ক্ষমা চাইছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের কোনও রোগীকে পরিষেবা দেওয়া হবে না বলেও জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

কী বলছেন হাসপাতালের ডিরেক্টর?

হাসপাতালের ডিরেক্টর বা কর্ণধার পঙ্কজ মুখোপাধ্যায় জানিয়েছেন, “বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপর অকথ্য অত্যাচার চলছে। শুধু তাই নয়, ভারতের জাতীয় পতাকাকেও অবমাননা করছে। তাই আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করতে বাংলাদেশের রোগী বয়কটের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সিদ্ধান্ত আমরা বাংলাদেশের একটি চিকিৎসা সংগঠনকেও মেইল করে জানিয়ে দিয়েছি। নতুন করে কোনো বাংলাদেশের রোগীর রেজিস্ট্রেশন করা হচ্ছে না। যতদিন না পর্যন্ত সেখানের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে সেখানকার সরকার আমাদের ভারতের কাছে ক্ষমা চাইছে ততদিন পর্যন্ত আমরা এভাবেই প্রতিবাদ চালাবো।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group