কৌশিক দত্ত, কলকাতাঃ ভারত অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাডিলেডে চলমান দ্বিতীয় টেস্ট ম্যাচের মধ্যে নাটকীয় ঘটনা দেখা যায়। বিরাট কোহলিকে (Virat Kohli) মাঠ থেকে ড্রেসিং রুমে ফেরত যেতে হল। আসলে টিম ইন্ডিয়ার ওপেনার কেএল রাহুল নো-বলে আউট হয়েছিলেন, সেটি জানার আগেই মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন তিনি। আর সেই মুহূর্তে ব্যাট করার জন্য মাঠে ঢুকছিলেন বিরাট কোহলি। গ্রাউন্ড আম্পায়ার যখন বিষয়টি বুঝতে পারেন, তখন তিনি রাহুলকে ডেকে নেন আর কোহলিকে তখন বাধ্য হয়ে ড্রেসিং রুমে যেতে হয়।
কেএল রাহুল অস্ট্রেলীয় পেসার স্কট বোল্যান্ডের বলে আউট হয়ে গিয়েছিলেন। কিন্তু সেটি নো বল ছিল। এই কারণে রাহুল জীবনদান পান। কিন্তু নো বল হয়েছে কিনা, সেটা জানার আগেই রাহুল ক্রিজ ছেড়ে চলে যাচ্ছিলেন, আর বিরাট মাঠে আসছিলেন। ততক্ষণে আম্পায়ার নিজের ভুল বুঝতে পারেন এবং রাহুলকে ব্যাট করার জন্য ডেকে নেন।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ব্যর্থ হয়েছেন টিম ইন্ডিয়ার বোলাররা। প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে আউট হয়েছিলেন ভারতীয় দলের ব্যাটাররা। দ্বিতীয় টেস্টেও একই হাল। এখনও পর্যন্ত ১৪৫ রানে ৮ উইকেট পড়েছে টিম ইন্ডিয়ার। ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন কেএল রাহুল। তিনি ৬৪ বলে ৩৭ করে আউট হন।
ফের ব্যর্থ রোহিত শর্মা ও বিরাট কোহলি।
প্রথম টেস্টে না খেললেও দ্বিতীয় টেস্টে কামব্যাক করেছেন রোহিত। কিন্তু তিনি ওপেনে নামেননি। রোহিত তাঁর ওপেনিং স্লট কেএল রাহুলের জন্য ছেড়ে দেন। কিন্তু মিডিল অর্ডারে ব্যাট করতে নেমে ফের ব্যর্থ হন রোহিত শর্মা। ২৩ বলে মাত্র ৩ রানই করতে পারেন তিনি। ওদিকে ব্যর্থ বিরাট কোহলিও। ৮ বলে মাত্র ৭ রান করেই ক্রিজ ছাড়েন কোহলি।