শীতের দুয়ারে কাঁটা, দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি! বাড়বে তাপমাত্রাও, আগামীকালের আবহাওয়া

Published on:

weather

প্রীতি পোদ্দার, কলকাতা: ভোর থেকেই হালকা শিরশিরানি ভাব অনুভূত হয়। তাইতো এখন থেকেই সকলে সোয়েটার বা হালকা জ্যাকেট চাপিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন। কিন্তু ডিসেম্বর মাস পরে গেলেও এখনও পর্যন্ত জাঁকিয়ে ঠান্ডা পড়ছেই না। বেজায় বিরক্ত রাজ্যবাসী। তবে কয়েকদিন উত্তুরে হাওয়ার জোর বাড়তেই কমেছে তাপমাত্রা। তবে এই পারদপতন সাময়িক। কারণ সোমবার থেকে ফের ধাক্কা খাবে ঠান্ডা। আবারও বাড়বে তাপমাত্রার পারদ। ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। আর এই আবহে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে দিল হাওয়া অফিস।

WhatsApp Community Join Now

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। বাকি সাতটি জেলায় অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। অন্যদিকে আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি কালিম্পঙের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। এবং দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার আলিপুরদুয়ার, কোচবিহারের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ শনিবার, দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টি হবে না। সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। অর্থাৎ এই সপ্তাহে দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। শুষ্ক থাকবে আবহাওয়া। সকালের দিকে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। কোনও জেলায় ঘন কুয়াশা পড়বে না।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ শনিবার, উত্তরবঙ্গের সব জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবহাওয়া শুষ্ক থাকবে। তবে উত্তরবঙ্গের দুটি জেলার দার্জিলিং এবং কালিম্পং একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পাশাপাশি সকালের দিকে দার্জিলিং এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে।

সঙ্গে থাকুন ➥
X