শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই ভারতীয় রেল (Indian Railways) একের পর এক মাইলফলক ছুঁয়ে ফেলছে। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। শুক্রবার সকলকে চমকে দিয়ে সামাজিক মাধ্যমে একটি বিশেষ পোস্ট করলেন কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভারতীয় রেল আগামী দিনে যে এক বিরাট বড় কাজ করতে চলেছে সেটার এক ঝলক দিয়েছেন মন্ত্রী। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি ভিডিও শেয়ার করেছেন। এখন নিশ্চয়ই ভাবছেন যে ভিডিওতে কী এমন আছে যেটা নিয়ে আলোচনার শেষ নেই? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
ভারতের প্রথম হাইপারলুপ টেস্ট ট্র্যাক
কেন্দ্রীয় মন্ত্রীর তরফে শেয়ার করা এই ভিডিওটি ভারতের প্রথম হাইপারলুপ টেস্ট ট্র্যাকের। উচ্চগতির পরিবহণের ক্ষেত্রে এটি ভারতের জন্য একটি বড় পদক্ষেপ হিসাবে প্রমাণিত হতে পারে আগামী দিনে। আইআইটি মাদ্রাজের ক্যাম্পাসে ৪১০ মিটার লম্বা হাইপারলুপ টেস্ট ট্র্যাক তৈরি করা হয়েছে।
বড় পদক্ষেপ রেলের
এই হাইপারলুপ টেস্ট ট্র্যাকটি ভারতীয় রেলওয়ে, আইআইটি মাদ্রাজের আভিস্কার হাইপারলুপ দল এবং আইআইটি মাদ্রাজের স্টার্টআপ টুটর হাইপারলুপের একটি যৌথ প্রকল্প। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হাইপারলুপ টেস্ট ট্র্যাকের একটি ভিডিও শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘ভারতের প্রথম হাইপারলুপ টেস্ট ট্র্যাক’। থাইয়ুরে আইআইটি মাদ্রাজের ডিসকভারি ক্যাম্পাসে ৪১০ মিটার লম্বা এই টেস্ট ট্র্যাক। এই টেস্ট ট্র্যাকে ট্রেনটি ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ছুটতে পারে। এবার দীর্ঘ ট্র্যাকে ঘণ্টায় ৬০০ কিলোমিটার গতিতে হাইপারলুপ পরীক্ষা করা হবে বলে খবর
হাইপারলুপ ট্রেন প্রযুক্তি কী?
এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে এই হাইপারলুপ ব্যাপারটা ঠিক কী? তাহলে জানিয়ে রাখি, হাইপারলুপ একটি হাই-স্পিড ট্রেন, যা একটি টিউবে ভ্যাকুয়ামে চলে। এই কৌশলটি ইলন মাস্ক প্রস্তাব করেছেন। হাইপারলুপ ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় এক হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এই কারণেই যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং ভারতে হাইপারলুপ ট্রেন চালু করা হয়, তবে এটি দেশের পুরো পরিবহন কাঠামো বদলে দেবে।
Watch: Bharat’s first Hyperloop test track (410 meters) completed.
👍 Team Railways, IIT-Madras’ Avishkar Hyperloop team and TuTr (incubated startup)
📍At IIT-M discovery campus, Thaiyur pic.twitter.com/jjMxkTdvAd
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) December 5, 2024