শ্বেতামিত্র, কলকাতাঃ শনিবার, ৭ ডিসেম্বর শনির আশীর্বাদে তুলা ও ধনু সহ পাঁচটি রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। শনিবার ধনিষ্ঠ নক্ষত্রে শশ যোগ তৈরী হয়েছে। ফলে শনি দেব ও এই বিশেষ যোগের কারণে ব্যবসায় প্রচুর লাভ হবে অনেকের। অনেকের আবার চাকরিতে সাফল্য আসবে। অনেকের সমাজে সম্মান বাড়বে এবং ব্যবসায় হঠাৎ অর্থ আসার কারণে আপনার গুরুত্বপূর্ণ কাজ শেষ হতে পারে। ফলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক মেষ রাশি থেকে মীন রাশির জাতক-জাতিকাদের দিনটি কেমন কাটবে।
মেষ- সময়ের সঙ্গে সময়ের উন্নতির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষের দিকে কাজের চাপ থাকবে। তবে সেই চাপ সামলে আপনাকে এগিয়ে যেতে হবে। নিজের দক্ষতার ওপর আস্থা রাখুন। পরিবারের সদ্যসদের পাশে পাবেন।
বৃষ- প্রেম জীবনে নতুন মোড় অপেক্ষা করে রয়েছে। হাতে পেয়ে যেতে পারেন নতুন কাজ। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাঁদের জন্য ভালো সময় আসতে চলেছে। আপাতত নতুন করে বাড়তি বিনিয়োগ না করাই ভালো। সময়ের আগে কাজ শেষ করার চেষ্টা করুন।
মিথুন- চাকরি ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। কাজের বাড়তি চাপের কারণে মনের ওপর চাপ বাড়তে পারে। অযথা অন্য কোনও বিষয়ে মাথা না ঘামানোই ভালো। দরকারে অভিজ্ঞ কারও সঙ্গে আলোচনা করুন। সমস্যা সমাধান করার রাস্তা পেয়ে যাবেন।
কর্কট- বাড়তি বিনিয়োগ করার জন্য এখনও কিছুটা সময় বাকি রয়েছে। আরও একটু ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে। অচিরেই পেয়ে যাবেন ভালো কোনও খবর। পরিবারের লোকেদের সঙ্গে ভালো সময় কাটাতে চলেছেন।
সিংহ- এই রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহের শেষ ভাগ উল্লেখযোগ্য হতে চলেছে। বুদ্ধিমত্ত্বার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করুন। শেষ পর্যন্ত জয় আপনারই হতে চলেছে। চলতি বছরের শেষ ভাগে পেয়ে যেতে পারেন কোনও উপহার।
কন্যা- ব্যবসায়িদের জন্য এই দিনটা ভালো হতে চলেছে। দিনভর ব্যবসা মোটামুটি ইতিবাচক থাকতে চলেছে। শেয়ার বাজারে বিনিয়োগের পরিকল্পনা থাকলে সেটা এখনকার মতো বাতিল করে দেওয়াই ভালো। শিল্পীদের জন্য দিনটা উল্লেখযোগ্য হতে চলেছে।
তুলা- টাকা পয়সার জন্য কিছুটা দুর্ভাবনা থাকবে। তবে অর্থের কারণে কোনও কাজ আটকে থাকবে না। নিজের পরিকল্পনা মতো কাজ করতে থাকুন। আগামী দিনে সফলতা পেয়ে যাবেন। কাজের কারণে বাইরে কোথাও যেতে হতে পারে।
বৃশ্চিক- এই রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা স্বাভাবিক থাকতে চলেছে। আর্থিক পরিস্থিতি চলনসই। অতিরিক্ত খরচ করার আগে বারবার ভাবুন। দরকারে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন। আগামী দিনে টাকার দরকার পড়তে পারে।
ধনু- শত্রুপক্ষের কারণে কিছুটা বাধার সম্মুখীন হলেও নিজের কাজে এগিয়ে যেতে পারবেন। অকারণে কোনও ব্যাপারে নিজেকে না জড়িয়ে ফেলাই ভালো। নতুন কাজের জন্য এখনই সন্ধান না চালালে সমস্যা হবে না। গুরুজনের শারীরিক অসুস্থতার কারণে কাজে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে।
মকর- নিজের শারীরিক পরিস্থিতির দিকে আরও বেশি করে নজর দেওয়ার দরকার রয়েছে। প্রিয় কোনও মানুষের শারীরিক অসুস্থতার কারণে মনে কিছুটা অস্থিরতা কাজ করতে পারে। কাজের সূত্রে বাড়ি থেক দূরে কোথাও যেতে হতে পারে।
কুম্ভ- অফিসের সহকারীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। প্রয়োজনের অতিরিক্ত কোনও কাজ না করাই ভালো। অপবাদ জোটার সম্ভাবনা রয়েছে। যোগ্যতার বিচারে অন্য কোনও ব্যক্তির কাছ থেকে পরাজিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মীন- সম্পত্তি কেনাবেচার ব্যাপারে বাড়িতে আলোচনা হতে পারে। নতুন কোনও ব্যক্তির সঙ্গে পরিচয় লাভে উপকৃত হতে পারেন। সমস্যার কারণ হতে পারেন দূর সম্পর্কের কোনও আত্মীয়। নিজের আবেগকে আরও বেশি করে সংযত করা উচিৎ।