শ্বেতা মিত্র, কলকাতাঃ অবশেষে রিলিজ হয়েছে পুষ্পা ২ (Pushpa 2: The Rule)। এমনিতেই রিলিজ হওয়ার পর থেকে বক্স অফিসে দাপিয়ে বেরাচ্ছে এটি। এই সিনেমার প্রতিটি চরিত্র সকলের মনে দাগ কেটে গিয়েছে। জানলে অবাক হবেন, প্রথম দিনেই সিনেমাটি আয় করেছে প্রায় ১৭০ কোটি টাকা। ছবিটির অসাধারণ অ্যাকশন, নাটকীয়তা ও থ্রিল ভক্তদের ভীষণ ভালো লেগেছে।
এদিকে এই সিনেমাতে অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন ফাহাদ ফাসিল (Fahadh Faasil)। হ্যাঁ, ভানওয়ার সিং শেখাওয়াতের ভূমিকায় ফাহাদ অসাধারণ অভিনয় করেছেন, যা সকলকে অবাক করেছে। অনেকে ইতিমধ্যে এও বলতে শুরু করেছেন যে এই অভিনেতা অল্লু অর্জুনকে জোরদার টক্কর দিয়েছেন। আবার এ প্রশ্নও উঠছে যে কে এই ফাহাদ ফাসিল?
অল্লু অর্জুনকে সত্যিই টক্কর দিলেন ফাহাদ?
ছবিটি দেখার পর সমালোচক ও দর্শক উভয়েই ফাহাদের অভিনয়কে আল্লু অর্জুনের চেয়ে ভালো বলে বর্ণনা করেন। ভানওয়ার সিং শেখাওয়াতের চরিত্রে ফাহাদ তার কমিক টাইমিং, অসাধারণ অ্যাকশন দিয়ে অনেক লাইমলাইট কুড়িয়েছেন। অনেক সিনেমা বিশেষজ্ঞ মনে করেন, এই ছবিতে ফাহাদের অভিনয় অল্লু অর্জুনের চরিত্র পুষ্পাকেও ছাড়িয়ে গেছে।
কে এই ফাহাদ ফাসিল?
অভিনেতা ফাহাদ ফাসিলের পুরো নাম হল আবদুল হামিদ মোহাম্মদ ফাহাদ ফাসিল। তিনি ‘ফাফা’ নামেও পরিচিত। ফাহাদ দক্ষিনী সিনে দুনিয়ার একজন পোর খাওয়া অভিনেতা। ফাহাদকে প্রধানত মালয়ালম এবং তামিল চলচ্চিত্রে অভিনয় করেন। দক্ষিণী সিনেমায় তার বিশাল ফ্যান বেস রয়েছে এবং তিনি খুব জনপ্রিয়। ফাহাদ ফাসিলকে মালায়ালাম চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হিসাবে বিবেচনা করা হয়। তিনি তার অভিনয়ের দক্ষতার জন্য একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারটি কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার এবং চারটি দক্ষিণ ফিল্মফেয়ার পুরস্কার সহ বেশ কয়েকটি প্রশংসা পেয়েছেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |