পার্থ সারথি মান্না, কলকাতাঃ পশ্চিমবঙ্গে আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) নিয়ে কম জলঘোলা হয়নি। ভুরিভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে আবাস প্রকল্পের টাকা পাওয়া নিয়ে। কোথাও প্রভাব খাটিয়ে নাম তোলার অভিযোগ উঠেছে তো কোথাও আবার যোগ্যদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। এর জেরে ডিসেম্বর মাসে আবাস যোজনার টাকা পাঠানোর আগেই সমীক্ষার কাজও শুরু করা হয়েছিল। তবে এরই মাঝে প্রকাশ্যে আরেক চাঞ্চল্যকর ঘটনা।
আবাস যোজনার বাড়ি বিক্রির অভিযোগ
গরিব মানুষেরা যেখানে মাথায় একটা পাকা ছাদ পাওয়ার জন্য হন্যে হয়ে ঘুরছেন সেখানে আবাস যোজনায় পাওয়া বাড়ি বেচে পালানোর অভিযোগ উঠল উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট পুরসভার ১৪ নং ওয়ার্ড থেকে। ইতিমধ্যেই পুলিশ গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে।
যেমনটা জানা যাচ্ছে, ২০১৮-১৯ সালে অঞ্জনা সেন নামক মহিলার নামে আবাস যোজনায় বাড়ির জন্য নাম আসে। এরপর সেই টাকা দিয়ে বাড়িও তৈরী হয়। কিন্তু এবার জানা যাচ্ছে, আবাস যোজনায় তৈরী বাড়ি নাকি বিক্রি করে অনত্র চলে গিয়েছেন মহিলা। যদিও এটা একেবারেই বেআইনি, কারণ সরকারি প্রকল্পে বাড়ি তৈরি হলে সেটা বিক্রি করা যায় না।
বাড়ি বিক্রি করে উধাও মালিক
স্থানীয়রা বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করেন বাড়িটি তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে। এমনকি আবাস যোজনায় বাড়ি তৈরী হলে সামনে যে ফলকটি লাগানো হয়ে সেটাও নাকি খুলে ফেলে দেওয়া হয়েছে। বাড়ির মালিক অঞ্জনা সেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল ঠিকই কিন্তু তাতে লাভ হয়নি, ফোনের সুইচ অফ। তাছাড়া যাকে বাড়ি বিক্রি করা হয়েছে তারও কোনো খোঁজ মেলেনি বলেই জানা আছে।
এরপর গোটা ঘটনাটা স্থানীয় ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলার ভাস্কর মিত্রকে জানানো হয়। এরপর তিনিই পুরসভায় অভিযোগ জানান। ভাস্করবাবুর মতে, ‘এভাবে যদি আবাসের টাকায় দুর্নীতি হয় তাহলে যাদের সত্যিই বাড়ির প্রয়োজন তাঁরা বন্চি হয়ে যাবেন। এটা বন্ধ হওয়া প্রয়োজন। একইসাথে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’
ইতিমধ্যেই পুরসভার এক্সিকিউটিভ অফিসার ও পুরাধিকারিকেরা বিষয়টি নিয়ে খতিয়ে দেখতে শুরু করেছেন। এমনকি পুলিশের তরফ থেকেও তদন্ত শুরু করা হয়েছে। আশা করা হচ্ছে শীঘ্রই অভিযুক্তকে ধরে গোটা ঘটনার বিচার করা হবে।