শ্বেতা মিত্রঃ মূল্যবৃদ্ধির চাপে বেসামাল অবস্থা দেশের সাধারণ মানুষের। নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে খাদ্যদ্রব্যের মূল্য হু হু করে বেড়েই চলেছে। তবে এখানেই শেষ নয়, এবার আরও ঝটকা খেলেন সাধারণ আমজনতা। রাজ্য সরকারের তরফে আচমকা দাম বাড়িয়ে দেওয়া হল বিদ্যুতের (Electricity)। হ্যাঁ ঠিকই শুনেছেন। ফলে ২০২৪ সাল শেষ হওয়ার আগে বড়সড় ধাক্কা খেলেন রাজ্যবাসী। এখন আপনিও কি জানতে ইচ্ছুক যে কত টাকা অবধি বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে? জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
দাম বাড়ল বিদ্যুতের
আসলে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে কেরলের মানুষ বৈদ্যুতিক শকের সম্মুখীন হয়েছেন। বস্তুত, শুক্রবার রাজ্য সরকার ২০২৪-২৫ অর্থবর্ষে বিদ্যুতের দাম ইউনিট প্রতি ১৬ পয়সা বাড়ানোর কথা ঘোষণা করেছে। এমনকি নতুন হার ৫ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে। এমন পরিস্থিতিতে কংগ্রেস এখন পিনারাই সরকারের বিরুদ্ধে আদানিকে সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছে।
রমেশ চেন্নিথালার অভিযোগ
প্রবীণ কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালা কেরালা কেরালা রাজ্যের বিদ্যুৎ ক্রয় ব্যবস্থায় আদানিকে যুক্ত করে “বন্দর থেকে শক্তি পর্যন্ত ব্যবসা করা সংস্থাকে লাভবান করতে” বিদ্যুতের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, ২০১৬ সালে ইউডিএফ প্রশাসনের সময় ইউনিট প্রতি ৫ টাকার কম দরে বিদ্যুৎ কেনার জন্য যে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়েছিল, তা এলডিএফ জমানায় বাতিল করা হয়েছিল, যাতে আদানি সহজেই সিস্টেমে ঢুকতে পারেন।
অর্থবছর ২০২৫-২৬ এ কেরলে ১২ পয়সা প্রতি ইউনিটের অতিরিক্ত বৃদ্ধি হতে চলেছে। পিনারাই বিজয়ন সরকারের ২০১৬ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে তাদের মোট কার্যকালে এই বিদ্যুতের দাম পাঁচবার বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ বর্তমান সরকারের ২০১৬ সালে ক্ষমতায় আসার পর থেকে পাঁচবার গ্রাহকদের উপর বিদ্যুতের দাম বাড়ানোর ফলে অর্থনৈতিক বোঝা বেড়েছে।