সিদ্ধিযোগের শুভ সমাপতনে ভাগ্য জ্বলজ্বল করবে এই 3 রাশির, আজকের রাশিফল ৮ ডিসেম্বর

Published on:

ajker rashifal

আজ রবিবার, ৮ ডিসেম্বর সিদ্ধিযোগের শুভ সমাপতন হতে চলেছে। আজ অনেকের পরিকল্পনাগুলি সফল হবে এবং অনেকে ভাগ্যের আশীর্বাদ পাবেন। অনেকে আজ আবার ভালো টাকার মুখ দেখবেন। কেউ কেউ পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় কাটাবেন। যাইহোক, আর দেরি না করে সকাল সকাল জেনে নিন এদিন মেষ রাশি থেকে মীন রাশির জাতকদের ভাগ্যে কী লেখা রয়েছে।

WhatsApp Community Join Now

মেষ- ব্যস্ততার মধ্যে শুরু হতে পারে এই রাশির জাতক জাতিকাদের দিন। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সময়ের উন্নতির প্রভূত সম্ভাবনা রয়েছে। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা দরকার। কঠিন পরস্থিতির সম্মুখীন হতে পারেন। তবে নিজের দক্ষতার ওপর ভরসা রাখা দরকার।

বৃষ- কঠিন সময় অতিক্রম করে খুব তাড়াতাড়ি সুখের মুখ দেখার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনও জিনিস খুঁজে পেতে পারেন। দীর্ঘ দিনে পরিশ্রমের পরিশ্রমের ফল পেয়ে যেতে পারেন। অফিসে কাজের চাপ থাকবে। নিজের ওপর আস্থা রাখুন।

মিথুন- অভিজ্ঞ কারও পরামর্শ অনুযায়ী নিজের পথ নির্বাচন করুন। সম্পত্তি কেনা বেচার ব্যাপারে শুভ যোগ রয়েছে। কাজে কিছুটা দেরি হলেও সুফল হাতে পাবেন। আপাতভাবে পরিস্থিতি কঠিন মনে হলেও ইতিবাচক কোনও ফলাফল হাতেনাতে পেয়ে যেতে পারেন।

কর্কট- নিজের শরীরের প্রতি যত্ন নিন। খাওয়াদাওয়ার প্রতি যত্ন নিন। শারীরিক সমস্যাকে নিজের কাজের মাঝে বাধা হতে না দেওয়াই ভালো। দরকারে নিজেকে কিছুটা সময় দিন। নিজের সঙ্গীর সঙ্গে পরামর্শ করতে পারেন।

সিংহ- কর্মে উন্নতির সম্ভাবনা রয়েছে । শিল্পীদের জন্য দিনটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলা দরকার। দরকারে বয়সে ছোটো কারও থেকে পরামর্শ নিতে পারেন। রাস্তাঘাটে দেখে চলাফেরা করতে হবে। আঘাত লাগার সম্ভাবনা রয়েছে।

কন্যা- অফিসে চাকরির কারণে বাড়ি থেকে দূরে কোথাও যেতে হতে পারে। বড় কোনও কাজের জন্য নিজেকে তৈরি করে রাখুন। যে কোনও পরিস্থিতির জন্য মাথা ঠাণ্ডা রাখা দরকার। পরিস্থিতি কঠিন হলেও স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে ভুলবেন না।

তুলা- কথায় রয়েছে শেষ ভালো যার সব ভালো তার। আপনার ক্ষেত্রেও এই কথা ফলে যেতে পারে, মাস শেষ হতে এখনও কয়েক দিন বাকি। তার আগে পেয়ে যেতে পারেন ইতিবাচক কোনও খবর। আগামী দিনে পরিবারের সঙ্গে সুখের সময় কাটানোর সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক- অপ্রত্যাশিত কোনও খবর পেয়ে মন ভালো হয়ে যেতে পারে। প্রয়োজনে কিছু দৌড়-ঝাঁপ করতে হতে পারে। নতুন বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটা ভালো। সময়ের সদ্বব্যবহার করতে হবে। আলস্য করা ঠিক হবে না।

ধনু- সম্পত্তি ভাগাভগি নিয়ে আলোচনা হতে পারে। গুরুজনের সঙ্গে মতানৈক্যের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নতুন কাজের জন্য সন্ধান চালিয়ে যান। নিজের পছন্দের বিষয়ের ওপর মনোনিবেশ করুন। কোনওরকম লোভের বশবর্তী না হওয়া বাঞ্ছনীয়।

মকর- মাথা ঠাণ্ডা রাখুন। বুদ্ধির জোরে পরিস্থিতিকে নিজের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। নতুন কাজে হাত দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে রাখুন। ধারাবাহিক পরিশ্রমের ফলে নিজের দক্ষতার ধার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ- অন্যের সমালোচনায় গুরুত্ব না দেওয়াই ভালো। নিজের কাজ করে চলুন। ধারাবাহিকভাবে পরিশ্রম করার ফলে অচিরেই পেয়ে যেতে পারেন উন্নতি পথ। আগামী দিনে পরিবারের জন্য অপেক্ষা করে রয়েছে দরকারী কোনও খবর।

মীন- প্রয়োজনের অতিরিক্ত কোনও কাজ না করাই ভালো। অপবাদ জোটার সম্ভাবনা রয়েছে। যোগ্যতার বিচারে অন্য কোনও ব্যক্তির কাছ থেকে পরাজিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সমস্যা দেখা দিলেও অচিরেই সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন।

সঙ্গে থাকুন ➥
X