রক্ষা পেল না ৫ বছরের শিশুও! মুর্শিদাবাদে তুলে নিয়ে গিয়ে ‘ধর্ষণ’, গণধোলাই গ্রামবাসীদের

Published on:

murshidabad

প্রীতি পোদ্দার, বড়ঞা: সমাজ যতই এগিয়ে যাক না কেন, বারবারই যে প্রশ্নটা ঘুরে ফিরে সকলের মাথায় আসে, তা হলো — মেয়েরা আসলে কোথায় নিরাপদ? এর যে আদতে কোনও উত্তর নেই তা রাজ্যে একের পর এক ঘটনা ঘটে যাওয়ার সাক্ষী। আরজি কর কাণ্ডের পর গোটা দেশ যখন উত্তাল তখনও এই ধরনের ভয়ংকর নৃশংস ঘটনা চারিপাশে ঘটেই চলেছে। রেহাই পাচ্ছে না সদ্যোজাত কন্যা সন্তানেরাও।

WhatsApp Community Join Now

সম্প্রতি রাজ্যে ফের এমন ধরনের ঘটনার সাক্ষী থাকল রাজ্যবাসী জয়নগর, জয়গাঁ, ফরাক্কা, গুড়াপ এর পর এবার বড়ঞায় ৫ বছরের শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।

জঙ্গলেই অপকর্ম করছিলেন প্রতিবেশী যুবক

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকার রানিপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যায় বাড়ির বাইরে খেলা করছিল ওই ৫ বছরের শিশুটি। আর সেই সময় সুযোগ বুঝে শিশুটিকে তুলে নিয়ে যায় প্রতিবেশী এক যুবক। সে ওই গ্রামেরই বাসিন্দা। অনেকক্ষণ শিশুটিকে খুঁজে না পাওয়ায় পরিবারের সকলে বেরিয়ে পড়েন। এবং খুঁজতে খুঁজতে নিকটবর্তী জঙ্গলে পৌঁছন শিশুর বাড়ির লোকজন। সেখানে যুবককে তাঁরা অপকর্ম করতে দেখেছেন বলে অভিযোগ উঠে আসে। হাতেনাতে ধরে ফেলেন তাঁরা। তখনই তাঁকে জঙ্গল থেকে বার করে এনে মারধর করা হয়।

তদন্তে নেমেছে পুলিশ

গণধোলাইয়ের পর গ্রামবাসীরা যুবককে তুলে দেন পুলিশের হাতে। এদিকে জঙ্গল থেকে উদ্ধারের সময় দেখা যায় শিশুটি অচৈতন্য অবস্থায় ছিল। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কান্দি মহকুমা হাসপাতালে। গোটা ঘটনায় গুরুতর আহত অবস্থায় সেখানেই শিশুটি চিকিৎসাধীন। অন্যদিকে রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুর পরিবার। ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে শিশুর পরিবার।

সঙ্গে থাকুন ➥
X