পার্থ সারথি মান্না, কলকাতাঃ দেশের দরিদ্র মানুষের ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শুরু করা হয়েছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojana)। যার দৌলতে ঘরে ঘরে বিনামূল্যে গ্যাস কানেকশন দেওয়া হয়েছিল কোটি কোটি পরিবারে। কিন্তু তাতে আদৌ কতটা সুরাহা হল? সম্প্রতি প্রকাশ্যে এল চমকে দেওয়ার মত পরিসংখ্যান।
প্রধান মন্ত্রী উজ্জ্বলা যোজনা । PM Ujjwala Yojana
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে দেশের গরিব পরিবারে যাতে LPG গ্যাসের সুবিধা পৌঁছাতে পারে তার জন্য উজ্জ্বলা যোজনা শুরু করা হয়েছিল ২০১৬ সালে। এরপর থেকে ১০ কোটি ৩৩ লক্ষেরও বেশি বাড়িতে এই প্রকল্পের সুবিধা পৌঁছে গিয়েছে। কিন্তু একবার পৌঁছানোর পর মানুষ কি আদৌ সিলিন্ডার বুকিং করছেন? সেই পরিসংখ্যান সামনে আসতেই চক্ষু চড়ক গাছ।
ফ্রীতে গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে এই আশায় উজ্জ্বলা যোজনায় নাম লিখিয়েছিলেন দেশের কোটি কোটি গরিবেরা। গ্যাস কানেকশন তো পেলেন কিন্তু পরবর্তীতে সিলিন্ডার বুকিংয়ের টাকা আর হয়নি। বর্তমানে একটা সিলিন্ডারের দাম ৮২৯ টাকা, তাই বছরে একটাও সিলিন্ডার বুকিং নেই, অনেকেই ফিরে গিয়েছেন পুনরায় কাঠ কিংবা কয়লা দিয়ে রান্নাতেই।
কানেকশন পেলেও সিলিন্ডার বুক করতে অসমর্থ গরিবেরা
রিপোর্ট বলছে ২০২৩-২৪ সালে কোনো সিলিন্ডার বুকিংই করেননি এমন গ্রাহকের সংখ্যাটা মোটের ১৫% বা ১ কোটি ৪০ লক্ষ ৪৮ হাজার। গতবছর এই সংখ্যাটা ছিল প্রায় ৯১ লক্ষ ৭৫ হাজার। অর্থাৎ বাড়ছে গ্যাস বুক না করতে পারা গ্রাহকের সংখ্যা। এদিকে ১২ মাসে মাত্র একবার সিলিন্ডার নিতে পেরেছেন ১ কোটি ৬৬ লক্ষ ৫২ হাজার।
উজ্জ্বলা যোজনায় কতটা বিকশিত ভারত?
উজ্জ্বলা প্রকল্পে বছরে ১২ মাসের জন্য ১২টি সিলিন্ডারে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল সরকারের তরফ থেকে। যদিও বর্তমানে ভর্তুকির নামে যে টাকা পাওয়া যায় তাতে সুরাহা হয় না বললেই চলে। তাই স্বাভাবিকভাবেই মোদীজির বিকশিত ভারতের স্বপ্ন কতটা পূরণ হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।