প্রথম চেষ্টাতেই IAS অফিসার, শক্তিকান্তের পর RBI-র নতুন গভর্নর কে? জানুন পরিচয়

Published on:

who is new rbi govornor

শ্বেতা মিত্র, কলকাতাঃ ২০২৪ সাল শেষ হওয়ার আগে বড় চমক দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI। আর শক্তিকান্ত দাস নয়, এবার নতুন গভর্নর পেল আরবিআই। হ্যাঁ ঠিকই শুনেছেন। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে আরবিআই এর নতুন গভর্নর কে হচ্ছেন? তাহলে জানিয়ে রাখি, রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর হচ্ছেন সঞ্জয় মালহোত্রা। তিনি শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হবেন, যার মেয়াদ ১০ ডিসেম্বর শেষ হবে। এই সঞ্জয় মালহোত্রা বর্তমানে রাজস্ব সচিব। ২০২৪ সালের বাজেট তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিয় আমলাদের মধ্যে গণ্য হন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কে এই সঞ্জয় মালহোত্রা?

সঞ্জয় মালহোত্রা রাজস্থান ক্যাডারের ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার। তিনি আদতে রাজস্থানের বাসিন্দা। ২০২২ সালের অক্টোবরে তিনি রাজস্ব বিভাগে নিয়োগ পান। এর আগে তিনি আর্থিক পরিষেবা বিভাগের সচিব ছিলেন। তিনি সরকারি প্রতিষ্ঠান আরইসি লিমিটেডের চেয়ারম্যান ও এমডি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মালহোত্রা আইআইটি কানপুরের প্রাক্তনী। B.Tech পাশ করার পর UPSC পরীক্ষার প্রস্তুতি নেন ও প্রথমবারেই উত্তীর্ন হয়ে IAS অফিসার হয়ে যান। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিন দশকের কেরিয়ারে মালহোত্রা বিদ্যুৎ, অর্থ, কর, আইটি এবং খনির মতো বিভাগে কাজ করেছেন। উর্জিত প্যাটেলের পদত্যাগের পর তিনি কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব গ্রহণ করেন। সঞ্জয় মালহোত্রার মেয়াদ হবে আগামী তিন বছর।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সঞ্জয় মালহোত্রা কেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর নির্বাচিত হলেন?

সঞ্জয় মালহোত্রার আর্থিক পরিষেবার ক্ষেত্রে বিশাল অভিজ্ঞতা রয়েছে। তিনি ভারত সরকারের অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সচিব হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কেন্দ্র ও রাজ্য সরকারে তাঁর ব্যাপক কর ও আর্থিক অভিজ্ঞতা রয়েছে। জানা যাচ্ছে, আর্থিক পরিষেবা ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতার কথা বিবেচনা করেই সঞ্জয় মালহোত্রাকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group