কতদূর এগোলো জগন্নাথ মন্দিরের কাজ? খতিয়ে দেখতে ৩ দিনের দিঘা সফরে মুখ্যমন্ত্রী

Published on:

mamata banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: পুরীর জগন্নাথ মন্দিরের মতো এবার দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথ ধাম। মন্দির নির্মাণের কাজ এবার দ্রুত গতিতে চলছে। ৫ বছর আগে পুরীর আদলে দিঘায় একটি জগন্নাথ মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপর দিঘায় জগন্নাথ মন্দিরের কাজ শুরু হয়। আর আজ সেই মন্দিরের কাজ কতটা এগিয়েছে তা দর্শনের জন্য যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

আমাদের সাথে যুক্ত হন Join Now

কপ্টারে চড়ে দীঘায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী

দীঘায় জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শনে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ অর্থাৎ মঙ্গলবার, তিনদিনের সফরে সৈকত শহরের উদ্দেশে পারি দিয়েছেন। মন্দিরের কাজ কতটা হয়েছে তা খতিয়ে দেখতে দীঘায় যাচ্ছেন তিনি। আজ দুপুরে হাওড়ার ডুমুরজলা থেকে কপ্টারে চড়ে দীঘায় যাওয়ার কথা তাঁর।এবং পরদিন অর্থাৎ বুধবার গোটা মন্দির ঘুরে দেখার পরিকল্পনা করা হয়েছে। এর পর বৃহস্পতিবার দুপুরে কলকাতায় ফিরে আসার কথা মুখ্যমন্ত্রীর।

প্রায় ১৫০ কোটি খরচ হয়েছে মন্দির নির্মাণে

২০১৯ সালে দীঘায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে ওল্ড দিঘার জগন্নাথ ঘাটে পুরীর আদলে জগন্নাথ দেবের মন্দির তৈরি হবে। আর এই কাজ হিডকোকে দিয়ে করানো হবে বলে জানানো হয়েছিল। সেই মতো শুরু হয় কাজ। পরবর্তীকালে বনদপ্তরের সঙ্গে জায়গা নিয়ে সমস্যা হওয়ায় সেখানে মন্দিরের কাজ বন্ধ হয়ে যায়। এরপর মন্দিরের জায়গা স্থানান্তরিত করা হয় নিউ দিঘা অঞ্চলের দিঘা লারিকা হলিডে ইনের পাশে। সেখানে ২২ একর জায়গা জুড়ে প্রায় ১৫০ কোটি টাকা ব‌্যয়ে এই মন্দির তৈরি করছে রাজ‌্য সরকার।

Whatsapp Broadcast Join Now

চলতি বছর এপ্রিলে ওই মন্দির উদ্বোধন এর কথা ছিল। কিন্তু কাজ শেষ না হওয়ায় এখনও মন্দিরের উদ্বোধন হয়নি। তবে আশা করা যাচ্ছে আগামী বছর অর্থাৎ ২০২৫ এ ঐ মন্দিরে রথের উৎসব পালন হবে। ইতিমধ্যেই প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দিঘার জগন্নাথ মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে। তবে কবে মন্দিরের উদ্বোধন করা হবে, তা এখনও স্পষ্ট করে কিছুই জানানো হয়নি।

সঙ্গে থাকুন ➥
X