আরও একটি ঘূর্ণাবর্ত, ৭২ ঘণ্টায় বিশাল ফের বদল হবে আবহাওয়ায়! দক্ষিণবঙ্গের জন্য সুখবর

Published on:

south bengal weather

প্রীতি পোদ্দার, কলকাতা: নভেম্বর শেষ হয়ে ডিসেম্বর শুরু হয়ে গেলেও প্রথম দিকে শীতের অতটা জোরালো প্রভাব লক্ষ্য করা যায়নি। হালকা শীতের চাদরে মুড়েছিল গোটা রাজ্য। তবে দ্বিতীয় সপ্তাহের মুখে পড়তে না পড়তেই রাজ্যে এবার জাঁকিয়ে পড়তে শুরু করল ঠান্ডা। কিন্তু মাঝখানে ফের কাঁটা হয়ে বিঁধল ঘূর্ণাবর্ত।

WhatsApp Community Join Now

জানা গিয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। যা ক্রমেই পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা উপকূলের গা ঘেঁষে তামিলনাড়ু উপকূলের দিকে। আজ সন্ধ্যার পর এটি স্থলভাগে ঢুকতে পারে। অন্যদিকে

উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ড। ইতিমধ্যেই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত হয়ে বিদায় নিয়েছে। তবে বাংলাদেশ এবং আসামে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তবে এর কোনো আঁচই পড়বে না পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের আবহাওয়ায়।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আগেই আবহাওয়া দফতর জানিয়েছিল যে আজ অর্থাৎ বুধবার থেকেই রাজ্যের তাপমাত্রা বেশ কমবে। আর সেই অনুযায়ী আজ সকাল থেকে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে রাজ্য জুড়ে। সকালের দিকে হালকা ধোঁয়াশা কুয়াশা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ কোথাও পরিষ্কার আকাশ। তবে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।

তবে আজ ঘন কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের তিন জেলায়। সেই তিন জেলা হল মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলা। কুয়াশার পরিমাণ বেশি থাকে দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে থাকতে পারে। পশ্চিমের জেলাগুলিতেও নামতে পারে তাপমাত্রা। দশ ডিগ্রি বা তার নীচে নামবে তাপমাত্রার পারদ। হাওয়া অফিস জানিয়েছে যে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গ সহ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত আজও উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী সোমবার পর্যন্ত একইরকমভাবে শুষ্ক থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া। পারদ নামবে ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত। উঁচু পাহাড় অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং সহ একাধিক জেলায়। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে। দু এক জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে।

সঙ্গে থাকুন ➥
X