সিদ্ধান্ত বদল, এখনই বাড়ছে না ভাড়া! জানিয়ে দিল কলকাতা মেট্রো

Published on:

kolkata metro ticket price update

শ্বেতা মিত্র, কলকাতাঃ কলকাতা মেট্রো যাত্রীদের জন্য রইল বড় খবর। বিশেষ করে যারা বাড়তি ভাড়া গোনা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র তাঁদের জন্য। ১০ ডিসেম্বর থেকে কলকাতা মেট্রোর ভাড়া বাড়ছে বলে জানানো হয়েছিল। মেট্রো যাত্রীদের অতিরিক্ত ১০ টাকা করে গুনতে হবে বলে খবর। তবে সকলকে স্বস্তি দিয়ে শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত বাতিল করা হল। অর্থাৎ এখনই বাড়ছে বা ভাড়া। হ্যাঁ ঠিকই শুনেছেন। আরও বিশদে জানতে ঝটপট পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি।

বাড়ছে না মেট্রো ভাড়া

WhatsApp Community Join Now

আগে বলা হয়েছিল যে মঙ্গলবার অর্থাৎ ১০ ডিসেম্বর থেকে রাত ১০.৪০ মেট্রোতে গেলে অতিরিক্ত ১০ টাকা দিতে হবে।  চলতি বছরের ২৪ মে উত্তর-দক্ষিণ করিডরের দমদম-নিউ গড়িয়া অংশে ‘নাইট’ স্পেশাল মেট্রো চালু করা হয়। ২৪ জুন থেকে যাত্রী সংখ্যা কম হওয়ার অজুহাতে শেষ ট্রেনের সময় ২০ মিনিট বাড়িয়ে দেয়। এর ছয় মাস পর সোমবার মেট্রো রেল ঘোষণা করে যে নিউ গড়িয়া (কবি সুভাষ) থেকে দমদম পর্যন্ত রাত ১০:৪০ মিনিটে চলা মেট্রো পরিষেবার দখল খুবই খারাপ। অতএব, ভ্রমণ করা দূরত্ব নির্বিশেষে প্রতিটি টিকিটে ১০ টাকা সারচার্জ যুক্ত করা হবে। তবে এখনই এই সিদ্ধান্ত বলবৎ হচ্ছে না। স্বাভাবিকভাবেই কলকাতা মেট্রোর এহেন সিদ্ধান্ত বদল কেন হল সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কী জানাচ্ছে কলকাতা মেট্রো?

এই প্রসঙ্গে মেট্রোর তরফে জানানো হয়, শেষ ট্রেনে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হচ্ছে। তবে কী কারণে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েও তা থেকে পিছিয়ে আসা হল, তার কোনও ব্যাখ্যা এখনও মেট্রো রেলের তরফে দেওয়া হয়নি।

নভেম্বর মাসের শেষের দিকে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছিল, ১০ ডিসেম্বর থেকে সংশোধিত ভাড়া লাগু হচ্ছে। অর্থাৎ, মাত্র একটি স্টপেজ বা ন্যূনতম ২ কিলোমিটার যাতায়াতের জন্য যাঁদের ৫ টাকা দিতে হত তাঁদের এখন ১৫ টাকা খরচ করতে হবে। একইভাবে, নিউ গড়িয়া এবং দমদমের মধ্যে যাতায়াতের জন্য যারা ২৫ টাকা দিতেন সেসব যাত্রীদের কাছ থেকে ৩৫ টাকা নেওয়া হবে। তবে এখন তা হচ্ছে না। এদিকে মেট্রোর এহেন সিদ্ধান্ত বদলের কারণে খুশির হাওয়া বইছে নিত্যযাত্রীদের মধ্যে।

সঙ্গে থাকুন ➥
X