প্রীতি পোদ্দার, কলকাতা: ক্যালেন্ডারে পাতা উল্টালেই দেখা যাবে অগ্রহায়ণ মাস শেষ হতে হাতে মাত্র আর কয়েকদিন, এদিকে জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনো নামগন্ধ নেই। এদিকে ডিসেম্বরের ১০ তারিখ পেরিয়ে গেলেও এখনও হাড়কাঁপানো শীতের নামগন্ধ নেই। বেলা বাড়লেই রোদের তাপ। গরম অনুভূত হচ্ছে রীতিমতো। কবে পড়বে জাঁকিয়ে ঠান্ডা, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বঙ্গবাসীর মনে। এই অবস্থায় খুশির খবর শোনাল আবহাওয়া দফতর।
ঘূর্ণাবর্ত সরলেই ধীরে ধীরে শীত পড়ার সম্ভাবনা। জানা গিয়েছে সপ্তাহান্তেই জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিল হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। সপ্তাহের শেষে কলকাতার পারদ নামতে পারে ১৫ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতে পারদ পতন হতে পারে আরও। ১০ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে রাজ্যের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি বা তারও নীচে নামতে পারে তাপমাত্রা। বেশ কিছু জেলায় ঘন কুয়াশার জন্য সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। অর্থাৎ এই সপ্তাহের শেষে এবং নয়া সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গে বৃষ্টি হবে না। তবে ঠান্ডাও পড়বে বেশ। দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদা জেলার একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়তে পারে।