আরজি কর মামলা থেকে সরলেন বৃন্দা গ্রোভার, এবার কে হবেন নির্যাতিতার আইনজীবী

Published on:

rg kar case

প্রীতি পোদ্দার, কলকাতা: গত ৯ আগস্ট, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে দ্বিতীয় বর্ষের এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। যাকে ঘিরে রাজ্য তথা গোটা দেশজুড়ে শোরগোল পড়ে যায়। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় যারা জড়িত তাদের চরমতর শাস্তির দাবিতে কলকাতা সহ গোটা দেশ জুড়ে বের হয় প্রতিবাদ মিছিল। আর এই হত্যাকাণ্ডের জল গড়ায় সুপ্রিম কোর্টেও।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আরজি কর মামলায় আর লড়বেন না আইনজীবি বৃন্দা!

এই ঘটনায় প্রথমে নির্যাতিতার পরিবারের তরফে সর্বোচ্চ আদালতে সওয়াল করেছিলেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। কিন্তু গত সেপ্টেম্বর মাসে আইনজীবী বদল হয় এবং নির্যাতিতার পরিবারের তরফে আইনজীবী বৃন্দা গ্রোভারকে বেছে নেওয়া হয়। গ্রোভারের দলে থাকা আইনজীবী সৌতিক বন্দ্যোপাধ্যায় এবং অর্জুন গুপ্ত বিভিন্ন আদালতে এই মামলায় সওয়াল জবাবও করেন। সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে এই মামলা লড়তেন তিনি। কিন্তু সম্প্রতি এবার আইনজীবী বৃন্দা গ্রোভারকে এই আরজি কর মামলা থেকে বেরিয়ে আসতে হল।

প্রকাশ্যে এল বিবৃতি

গতকাল অর্থাৎ বুধবার আইনজীবী বৃন্দা গ্রোভারের অফিসের তরফে একটি বিবৃতি পেশ করা হয়। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, এখনও পর্যন্ত ৪৩ জনের বয়ান নেওয়া হয়েছে। অভিযুক্তের জামিনের জোড়ালো বিরোধিতা করা হয়েছে। এখনও তারা জামিন পায়নি কেউ। একজন আইনজীবী হিসাবে তিনি তাঁর পেশাগত দায়িত্ব পালন করেছেন। তবে আরজি কর মামলায় বর্ষীয়ান আইনজীবী হিসেবে তিনি আর লড়বেন না। এদিকে সূত্রের খবর, আইনজীবীর সঙ্গে নির্যাতিতার পরিবারের বহু ক্ষেত্রে মতবিরোধ রয়েছে। তেমনই আবার হস্তক্ষেপজনিত কিছু সমস্যাও রয়েছে। তাই আশঙ্কা করা হচ্ছে সে কারণেই সম্ভবত বৃন্দা গ্রোভার এই মামলা থেকে সরে গেলেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মামলা থেকে নিজেদের নাম সরিয়ে নেওয়ার বিষয়টি ইতিমধ্যেই সংশ্লিষ্ট আদালতকে জানিয়ে দেওয়া হয়েছে বৃন্দা গ্রোভারের টিমের তরফে। যদিও এই বিষয়ে তাঁদের কাছে কোনও তথ্য নেই বলে দাবি করেছেন নির্যাতিতার বাবা। এর আগে একাধিক মানবাধিকার ও মহিলা, শিশুদের বিরুদ্ধে হওয়া অপরাধের মামলায় আগেও লড়াই করেছেন বৃন্দা। শিশুদের যৌন হেনস্থা থেকে সুরক্ষা, নির্যাতন প্রতিরোধ বিলের সংশোধনীর খসড়া তৈরিতেও বিশেষ ভূমিকা রয়েছে এই আইনজীবী। কিন্তু এই মামলায় কোন নির্দিষ্ট কারণের জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি কে বা কারা হস্তক্ষেপ করছেন এই মামলায়, সে বিষয়ে এখনও কিছু স্পষ্টভাবে জানা যায়নি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group