এগিয়ে আসছে নিম্নচাপ, কোথায় হবে বৃষ্টি? দক্ষিণবঙ্গে আরও পারদ পতনের আভাস

Published on:

rain weather

প্রীতি পোদ্দার, কলকাতা: বুধবার থেকে দক্ষিণবঙ্গে পারদ পতনের পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। আর সেই অনুযায়ী গতকাল থেকেই ঠান্ডার মেজাজ বেশ ভালোই অনুভূত হচ্ছে। গোটা রাজ্য জুড়ে এখন শীতের ব্যাটিং চলছে। কিন্তু এই আবহে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে ক্রমেই এগিয়ে আসছে। যার ফলে তামিলনাড়ু, কেরল এবং মাহে এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গে এর কোনো প্রভাব পড়বে না।

WhatsApp Community Join Now

সকালে হালকা মাঝারি কুয়াশা দেখা দিলেও বেলা বাড়তেই মেঘমুক্ত রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গিয়েছে। সঙ্গে ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে কনকনে ঠান্ডা উত্তুরে হাওয়ার পরশ দিনভর শীতের আমেজ বজায় রাখবে কলকাতা সহ উত্তর থেকে দক্ষিণের সমস্ত জেলা। আগামী মঙ্গলবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এবং সপ্তাহান্তে তাপমাত্রার মান আরও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস নামবে। তাই বলা যায় উইকেন্ড জমে উঠবে শীতের আমেজের সঙ্গে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। একদমই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী মঙ্গলবার পর্যন্ত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া। এর পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে কনকনে শীতের দেখা পাওয়া যাবে। সঙ্গে থাকবে কুয়াশার দাপট।

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত আজ উত্তরবঙ্গে পরিস্থিতির কোনও পরিবর্তন হবে না। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। সেখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়তে পারে।

সঙ্গে থাকুন ➥
X