কৌশিক দত্ত, কলকাতাঃ মরণ বাঁচন লড়াই। ব্রিসবেনে টিম ইন্ডিয়ার (Team India) শুধু জয়ের লক্ষ্যেই নামবে না, তাঁদের নামতে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকার জন্য। পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল ভারত। কারণ কিছুদিন আগেই নিউজিল্যান্ড ভারতে এসে টিম ইন্ডিয়াকে পরপর তিনটি টেস্ট ম্যাচে হারিয়ে হুলস্থূল কাণ্ড বাঁধিয়ে দিয়েছিল। তবে অ্যাডিলেডে রোহিত শর্মা ফিরতেই ফের লজ্জার হার হারতে হয় ভারতকে। এবার লক্ষ্য গাব্বা টেস্ট। এখনও অবধি দুই দলই একটি করে টেস্ট জিতেছে।
ব্রিসবেনে ১৪ ডিসেম্বর থেকে তৃতীয় টেস্ট
ভারতকে যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হয়, তাহলে অন্তত হারলে হবে না। ওদিকে শুধু ড্র করেও যে সফলতা আসবে তাও নয়। জিততেই হবে ভারতকে। আর সেই জয়ের লক্ষ্যেই ১৪ তারিখ ব্রিসবেনে নামবে ভারত। তৃতীয় টেস্টে ভারতীয় দলে কিছু পরিবর্তন দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।
বলে দিই, ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে গাব্বায় হওয়া শেষ টেস্টে জিতেছিল টিম ইন্ডিয়া। এবারও তাই করতে চাইবে রোহিত ব্রিগেড। আর এই টেস্ট যেমন টিমে পরিবর্তন দেখা যাবে, তেমনই ব্যাটিং অর্ডারেও কিছু পরিবর্তন দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে ফের রোহিত শর্মা ওপেনে নামবেন। তাঁর সঙ্গ হবেন যশস্বী জয়সওয়াল। তিন নম্বরে থাকবেন শুভমন গিল। এরপর বিরাট কোহলি ও কেএল রাহুল।
তৃতীয় টেস্টে দুটি পরিবর্তন হতে পারে টিম ইন্ডিয়ায়
এছাড়াও দলে দুটি পরিবর্তন দেখা যেতে পারে। তৃতীয় টেস্টে রবীন্দ্র জাদেজা বা ওয়াশিংটন সুন্দর জায়গা পেতে পারেন। এছাড়াও কলকাতা নাইট রাইডার্সের তারকা বোলার হর্ষিত রানাকে এই টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে। আসুন জেনে নেওয়া যাক কেমন হতে পারে দল?
তৃতীয় টেস্টে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ
যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর / রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ