পার্থ সারথি মান্না, কলকাতা: বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের চিন্তা কিছুটা হলেও বেড়ে যায়। কারণ এই দিনেই যে টার্গেট রেটিং পয়েন্টের (Target rating point) তালিকা প্রকাশ্যে আসে। এর উপরেই নির্ভর করে কোন মেগর আয়ু হবে কতদিন! তাই প্রিয় ধারাবাহিক কেটি পাচ্ছে সেটা জানার আগ্রহ থাকেই।চলুন দেখা যাক কে পেল সপ্তাহের বেঙ্গল টপারের খেতাব!
কে হল এই সপ্তাহের বেঙ্গল টপার?
সদ্য প্রকাশিত TRP List অনুযায়ী সপ্তাহেও ধামাকাদার পর্বের জেরে সেরার সেরা খেতাব জিতেছে কথা। এ সপ্তাহে পাচক মশাই ও গোবর দেবীর জুটি পেয়েছে বেঙ্গল টপারের খেতাব, পেয়েছে ৭.৫ পয়েন্ট। বাকিরা কে পেল কত? চলুন দেখে নেওয়া যাক।
সেরা পাঁচের তালিকা
সম্প্রতি প্রকাশিত হওয়া টিআরপি তালিকা অনুযায়ী বেঙ্গল টপার কে হবে টা ইতিমধ্যেই জানা গিয়েছে। সেই তালিকা অনুযায়ী দ্বিতীয়স্থানে জব্বর লড়াই চলে একইসাথে তিন মেগা রয়েছে দ্বিতীয়র দৌড়ে। যেখানে গীতা LLB, ফুলকি, পরিণীতা, উড়ান তিন জনেই ৭.০ পেয়েছে । তারপর তৃতীয় স্থানে রয়েছে আনন্দি জগদ্ধাত্রী। চতুর্থ স্থানে রয়েছে কোন কোপনে এমন ভেসেছে ও রাঙ্গমতি তীরন্দাজ পেয়েছে ৬.৭ পয়েন্ট। এদিকে পঞ্চম স্থানে রয়েছে নতুন শুরু হওয়া মেগা গৃহপ্রবেশ। চলুন এবার সেরা দশের সকলের প্রাপ্ত পয়েন্ট দেখে নেওয়া যাক।
বাংলা সিরিয়ালের সেরা দশের টিআরপি । Bengali Serial Top 10 Serial TRP
কথা – ৭.৫
গীতা LLB, ফুলকি, পরিণীতা, উড়ান – ৭.০
আনন্দি, জগদ্ধাত্রী – ৬.৮
কোন গোপনে মন ভেসেছে, রাঙামতি তীরন্দাজ – ৬.৭
গৃহপ্রবেশ – ৬.৪
তেতুঁলপাতা – ৬.২
শুভ বিবাহ -৬.১
অনুরাগের ছোঁয়া + হরগৌরি পাইস হোটেল – ৫.৯
মিত্তির বাড়ি – ৫.৩
নিম ফুলের মধু – ৫.১
সিরিয়াল ছাড়াও গান ও নাচের রিয়েলিটি শো দেখতেও বেশ ভালোবাসেন অনেকেই। সপ্তাহে ‘দিদি নং ১’ ৪.৯ পয়েন্ট পেয়েছে। এছাড়া সারেগামাপা পেয়েছে ৫.১ পয়েন্ট। এছাড়া জলসা ফিকশন ৬.৯ পয়েন্ট পেয়েছে টিআরপি তালিকায়।