শ্বেতা মিত্র, কলকাতাঃ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেল (Indian Railways) বেশ কিছু নিয়ম তৈরি করেছে। সময়ের সঙ্গে সঙ্গে নিয়মগুলো সংশোধন করা হয়। সম্প্রতি তৎকাল টিকিট কাটার নিয়মের ক্ষেত্রেও কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। বদল করা হয়েছে তৎকাল টিকিট কাটার সময়। নতুন সময়ে কোনটা নির্ধারণ করা হয়েছে সেটা জানার আগে তৎকাল টিকিট কি সম্পর্কে একটু ঝালিয়ে নেওয়া যাক।
ট্রেনের টিকিট কাটার নিয়মে বদল
তৎকাল নামটা থেকেই স্পষ্ট, তাড়াতাড়ি বা জরুরী ভিত্তিতে টিকিট কাটার ক্ষেত্রে রেলের এই ব্যবস্থার সুবিধা পাওয়া যায়। যাত্রা শুরু করার একদিন আগে তৎকাল টিকিট বুক করা যায়। সাধারণ যাত্রী টিকিটের তুলনায় টিকিটের দাম খানিক বেশি হলেও জরুরি ভিত্তিতে রেল সফর করার ক্ষেত্রে এই সুবিধা জুড়ি মেলা ভার। তৎকাল টিকিট বুক করার জন্য কিছু নিয়ম মেনে চলতে পারে সকল যাত্রীকে। নিজের পরিচয় পত্র, মোবাইল নম্বর, ইমেইল আইডি ইত্যাদি আবশ্যক।
তৎকাল টিকিট কাটার সমস্ত প্রক্রিয়া অনলাইনে খুব সহজভাবে সম্পন্ন করা যায়। ভারতীয় রেলের নিজস্ব ওয়েবসাইট থেকে এই ব্যবস্থার সুবিধা সকল যাত্রীরা নিতে পারবেন। প্রথমে IRCTC-এর ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই কাজটা করার সময় দিতে হবে দিতে হবে আপনার কাছে থাকা বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি। ওয়েব সাইটে নিজের প্রোফাইল তৈরি করার পর দিতে হবে ‘Plan My Journey’ পেজে ডিপার্চার ও অ্যারাইভাল স্টেশন এবং ভ্রমণের তারিখ। মানে কখন, কোথায় যাবেন সেই তথ্য দিতে হবে। এরপর ততকাল অপশনে টিকিট কাটার অপশন পেয়ে যাবেন। ক্লিক করে লিখতে হবে ট্রেন এবং ক্লাস।
বড় খবর যাত্রীদের জন্য | Tatkal Ticket Timing Changed |
মনে রাখতে হবে, চারজনের বেশি ব্যক্তির জন্য এক সঙ্গে এই বিশেষ টিকিট কাটা যাবে না। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, UPI বা ওয়ালেটের মাধ্যমে টিকিটের দাম দিতে পারবেন। এবার আসা যাক লেটেস্ট আপডেটে। ততকাল টিকিট কাটার সময় বদল করেছে রেল। জানা গিয়েছে, এসি ক্লাসের তৎকাল টিকিট বুকিং এখন সকাল ১০.১০ মিনিট থেকে শুরু হবে। নন-এসি ক্লাসের টিকিট বুকিং শুরু হবে সকাল ১১.১০ মিনিট থেকে।