প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: দেশবাসীর স্বার্থ এবং সুবিধার কথা ভেবে কেন্দ্রীয় সরকার একাধিক জনহিতকর প্রকল্পের সূচনা করেছিলেন। আর এই প্রকল্পগুলি দেশের সমস্ত জনগণকে আত্মনির্ভর করে তুলতে সাহায্য করেছে। বাদ যায়নি মহিলারাও। তাঁদের স্বনির্ভর করতে ভারত সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। আর এবার দেশের মহিলাদের কর্মসংস্থানের নিরিখে আরও একধাপ এগিয়ে দিতে এক নয়া প্রকল্পের সূচনা করল। আর সেই প্রকল্পে পাশে থাকবে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা ‘লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া’ (Life Insurance Corporation)।
গত ৯ ডিসেম্বর আর্থিক ভাবে গ্রামীণ মহিলাদের আরও শক্তিশালী করতে হরিয়ানা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি LIC-র বিমা সখী যোজনার উদ্বোধন করেন। মহিলাদের ক্ষমতায়ন এবং আর্থিকভাবে শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই প্রকল্পে যোগদানকারী মহিলারা বিমা সখী নামে পরিচিত হবেন। জানা গিয়েছে, LIC অর্থাৎ জীবন বিমা কর্পোরেশন এর তরফ থেকে একটি ইনসেনটিভও দেওয়া হবে। আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন কীভাবে বিমা সখী যোজনার জন্য আবেদন করবেন এবং স্কিম সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
কী এই বিমা সখী যোজনা?
নির্দেশিকা সূত্রে জানা গিয়েছে বিমা সখী যোজনা হল জীবন বিমা কর্পোরেশন অর্থাৎ মহিলাদের জন্য LIC শুরু করার একটি বিশেষ প্রকল্প। এর মাধ্যমে আগামী এক বছরের মধ্যে এক লক্ষ গ্রামীণ মহিলাকে তালিকাভুক্ত করবে সংশ্লিষ্ট বিমা কোম্পানি। পাশাপাশি ১৮ থেকে ৭০ বছর বয়সী মহিলারা এই স্কিমে সুবিধা পাবেন। এবং এই যোজনার দশম শ্রেণি পাস করা মহিলাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। করা হবে এজেন্টও।
কত টাকা মিলবে?
প্রথমে এই স্কিমে এই মহিলাদের ৩ বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। এ সময় তাদের বিমা সম্পর্কে শেখানো হবে। অংশগ্রহণের প্রথম বছরে মাস পিছু মিলবে সাত হাজার টাকা। দ্বিতীয় বছরে এই অঙ্ক কমে দাঁড়াবে ছ’হাজার। এর পর এটি পাঁচ হাজার টাকায় নেমে আসবে তৃতীয় বছরে। এ ছাড়া তাদের আলাদাভাবে বোনাস ও কমিশন দেওয়া হবে। পরের বছর বিক্রি হওয়া পলিসির ৬৫ শতাংশ কার্যকর হলেই মহিলারা এটি পাবেন। এছাড়াও বিমা সখী’দের মধ্যে যাঁদের স্নাতক ডিগ্রি রয়েছে তাঁরা আগামী দিনে LIC এর‘ডেভেলপমেন্ট অফিসার’র পদ পাওয়ার যোগ্য হবেন।
কীভাবে আবেদন করবেন?
- কেন্দ্রের এই বিমা সখী যোজনার জন্য আবেদন করতে LIC-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এর পর নীচে দেখানো ‘Click here for Bima Sakhi’-এ ক্লিক করতে হবে।
- তারপরে একটি নতুন পেজ খুলবে যেখানে আপনাকে আপনার নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং ঠিকানার মতো বিবরণ পূরণ করতে হবে।
- আপনি যদি কোনো এলআইসি এজেন্ট/ডেভেলপমেন্ট অফিসার/কর্মচারী/মেডিক্যাল এক্সামিনারের সঙ্গে যুক্ত হন, তাও বিবরণে লিখুন। এর পরে ক্যাপচা কোড লিখুন এবং প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সাবমিট এ ক্লিক করুন।
- এর জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি পাস ধার্য করা হয়েছে।