টিকিট ক্যানসেলের চার্জ মুকুব করবে ভারতীয় রেল? জানিয়ে দিলেন অশ্বিনী বৈষ্ণব

Published:

will waiting list ticket charges be waived railway minister ashwini vaishnaw replied
Follow

পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রতিদিন কোটি কোটি মানুষ ট্রেনের মাধ্যমে সফর করেন। কর্মসূত্রে যেমন লোকাল ট্রেন গুরুত্বপূর্ণ, তেমনি ভ্রমণের ক্ষেত্রেও দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন অত্যন্ত প্রয়োজনীয়। তবে ট্রেনের টিকিট পাওয়া থেকে শুরু করে ওয়েটিং লিস্ট টিকিট ক্যানসেল করলেও ক্যানসেলেশন চার্জ দিতে হয়, এই নিয়ে অভিযোগ ছিল অনেকেরই। সম্প্রতি এই বিষয়টিকে লোকসভাতে তুলে ধরেন।

লাগবে না ওয়েটিং লিস্ট টিকিটের ক্যানসেলেশন চার্জ?

মোদী সরকারি কি ওয়েটিং লিস্ট টিকিট ক্যানসেলেশন চার্জ মুকুব করবে?  সমাজবাদী পার্টির মন্ত্রী ইকরা চৌধুরী এই প্রশ্ন রাখেন। কারণ রেলের সমস্যার কারণে বা কম সিট থাকার কারণেও বহু টিকিট বাতিল হয়ে যায়। তিনি এও প্রশ্ন করেন সরকার কি এই সমস্যার সম্পর্কে অবগত? যদি সেটা হয়ে থাকে তাহলে সিট বা থাকলে টিকিট বাতিল হলে কোনো চার্জ নেওয়া উচিত নয়।

রেলমন্ত্রীর বক্তব্য

এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এমপি ইকরার প্রশ্নের উত্তরে জানান, রেলের তরফ থেকে ক্যানসেলেশনের জন্য ক্যারিকেল চার্জ নেওয়া হয়। যেটা মূলত রক্ষণাবেক্ষণ ও অপারেশন সংক্রান্ত খরচের জন্য ব্যবহৃত হয়।

তাছাড়া ওয়েটিং লিস্ট টিকিট দেওয়া হয় যাতে আগাম বুক করা টিকিট ও RAC টিকিট বাতিল হলে সেই সিট পূরণ করে নেওয়া যায়। এমনকি ওয়েটিং লিস্ট টিকিটের ক্ষেত্রে বিকল্প ট্রেনের ব্যবস্থাও করা হচ্ছে ‘VIKALP’ স্কিমের মাধ্যমে।

টিকিট বাতিলের বর্তমান নিয়ম

বর্তমানে যদি কেউ তার টিকিট ১২ ঘন্টার বেশি ও ৪৮ ঘন্টার আগে ক্যানসেল করেন তাহলে ২৫% পর্যন্ত টাকা বা মিনিমাম একটা ধার্য্য করা টাকা চার্জ করা হয়। ১২ ঘন্টার কম ও ৪ ঘন্টার আগে ক্যানসেল করা হলে ৫০% পর্যন্ত চার্জ করা হয়।

ক্ষেত্রে এসি ফার্স্ট ক্লাস বা এক্সিকিউটিভ ক্লাস টিকিটের ক্ষেত্রে ২৪০ টাকা। AC Tire 2 বা ফের্স্ট ক্লাসের ক্ষেত্রে ২০০ টাকা, AC Tire 3, AC 3 Economy বা AC চেয়ার করে ক্ষেত্রে ১৮০ টাকা ও দ্বিতীয় শ্রেণীর টিকিটের ক্ষেত্রে ৬০ টাকা চার্জ নেওয়া হয়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join