‘বিক্রি হয়ে যাচ্ছে রাইটার্স বিল্ডিং’, কিনছেন কে? উঠে এল বিস্ফোরক তথ্য

Published on:

question starting to rise as writers building renovation work stopped

পার্থ সারথি মান্না, কলকাতাঃ কলকাতা শহরের নাম শুনলেই যে কটি ঐতিহ্যবাহী বিল্ডিংয়ের নাম মনে ভেসে আসে তার মধ্যে অন্যতম রাইটার্স বিল্ডিং (Writers Building)। ব্রিটিশ আমলে তৈরী হওয়া এই ভবন থেকেই চালিত হত রাজ্য। বাম আমলে রাজ্য সরকারের প্রধান দফতর হলেও বর্তমানে সেটা ইতিহাস। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সমস্ত দফতর নবান্নে স্থানান্তর করা হয়েছে। কিন্তু এবার জানা যাচ্ছে ঐতিহ্যবাহী রাইটার্স বিল্ডিং নিয়েই উঠছে নানান প্রশ্ন!

আমাদের সাথে যুক্ত হন Join Now

বিক্রির পথে রাইটার্স বিল্ডিং?

দেখতে দেখতে ১১ বছর পার হয়ে গিয়েছে রাজ্য সরকারের প্রধান দফতরগুলি রাইটার্স থেকে চলে গিয়েছে নবান্নে। তবে মুখ্যমন্ত্রী নবান্নে যাওয়ার পর আড়াইশো বছর পুরোনো ভবনে মেরামতি ও সংস্কারের কাজ শুরু হয়েছিল বলে জানা যায়। কিন্তু এবার সেই ভবন নিয়েই প্রশ্ন তুললেন বিজেপি নেতা অর্জুন সিং।

বিস্ফোরক দাবি অর্জুন সিংয়ের

এদিন অর্জুন সিং প্রশ্ন করেন সংস্কারের কাজ শুরু হওয়ার পর কতটা এগিয়েছে? মমতা ব্যানার্জীকে আদৌ দফতর নিয়ে ফিরবেন? এরপরেই তিনি দাবি করেন রাইটার্স বিল্ডিং হয়তো বিক্রি হয়ে যেতে পারে। এমনকি তাঁর সন্দেহ আলিপুর জেলও নাকি বিক্রি হয়ে যেতে পারে।

Whatsapp Broadcast Join Now

আজ অর্থাৎ শুক্রবার সাংবাদিকদের উদ্দেশ্যে অর্জুন সিং বলেন, ‘১১ বছর হল, রাইটার্স বিল্ডিং আজও ঠিক হল না। দেড় বছর ধরে কাজ সম্পূর্ণ বন্ধ। এই সম্পত্তিটা কি বেচে দেওয়ার চক্রান্ত হচ্ছে! কাকে দেবেন? গোয়েঙ্কাকে নাকি নেওটিয়াকে দেবেন?’ সংস্কারের নামে ভাঙার কাজ হলেও তারপর কাজ বন্ধ হওয়ার জেরেই এমন প্রশ্ন তুলেছেন বলে জানা গিয়েছে।

আলিপুর জেল নিয়েও উঠছে প্রশ্ন

Whatsapp Group Join Now

রাইটার্স বিল্ডিংয়ের পাশাপাশি আলিপুর জেল সম্পর্কেও প্রশ্ন ছুঁড়েছেন অর্জুন সিং। তার মতে, আলিপুর সেন্ট্রাল জেলটা উনি বিক্রি করে দিয়েছেন। জমি বিক্রি করে জেল বারুইপুরে স্থানান্তর করা হল। কে কিনল সেই জমি?’ এপর্যন্ত এই প্রশ্নের কোনো উত্তর বা প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের কারোর থেকে।

সঙ্গে থাকুন ➥
X