কৌশিক দত্ত, কলকাতাঃ আগামী বছর হতে চলেছে ICC Champions Trophy। এই টুর্নামেন্টের আয়োজনের দায়িত্ব এবার পাকিস্তানের কাঁধে পড়েছে। তবে যেহেতু টিম ইন্ডিয়া পাকিস্তানে খেলতে যাবে না, তাই এই টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে আয়োজিত হবে। প্রথমে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই হাইব্রিড মডেল নিয়ে অনীহা প্রকাশ করলেও, এখন রাজি হয়েছে। তবে নানান টালবাহানার কারণে ICC এখনও টুর্নামেন্টের সূচি প্রকাশ করতে পারেনি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন না রোহিত শর্মা, বিরাট কোহলি?
বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডের বদলে T20 ফরম্যাটে আয়োজিত হবে। যদি টি২০ ফরম্যাটে এই টুর্নামেন্ট আয়োজিত হয়, তাহলে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি এই টুর্নামেন্টে খেলবেন না। পাশাপাশি ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও এই টুর্নামেন্টে খেলবেন না। আসলে ২০২৪ এর টি২০ বিশ্বকাপের পর এই তিনজনাই ক্রিকেটের সবথেকে ছোট ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন। এখন দেখার বিষয় এটাই যে, ICC এই টুর্নামেন্ট টি২০ ফরম্যাট না ওয়ানডে ফরম্যাটে আয়োজন করে।
হাইব্রিড মডেলে সায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের
মিডিয়া রিপোর্টস অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির হাইব্রিড মডেলের প্রস্তাবে সম্মতি জানিয়েছে। যদিও ICC-র কাছে একটি শর্তও রেখেছে পাকিস্তান। পড়শি দেশ সাফ জানিয়ে দিয়েছে যে, আগামী ৩ বছর আইসিসির কোনও ট্রফি যদি ভারতে আয়োজিত হয়, তাহলে তাঁরা ভারতে খেলতে যাবে না।
PCB-র দাবি, ২০২৭ পর্যন্ত ভারতে আয়োজিত যেকোনও ICC ট্রফি হাইব্রিড মডেলে হতে হবে। তাঁরাও ভারতে খেলতে আসবে না। এর জন্য নিরপেক্ষ কোনও দেশে তাঁরা খেলতে যাবে। উল্লেখ্য, আগামী টি২০ বিশ্বকাপ ভারতে আয়োজিত হতে চলেছে। ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কা মিলে এই বিশ্বকাপের আয়োজন করবে। আর পাকিস্তান সেই ট্রফিতে ভারতে খেলতে আসবে না।