শ্বেতা মিত্র, কলকাতাঃ ভারতকে এবার জোরদার ধাক্কা দিল সুইৎজারল্যান্ড (Switzerland)। কেউ হয়তো ভাবতেও পারেননি এমনটাও হতে পারে বলে। যারা ঘুরতে যেতে পছন্দ করেন তাদের বাকেট লিস্টে এই সুইৎজারল্যান্ড তো থাকবেই থাকবে। সুইৎজারল্যান্ডের মতন জায়গা পৃথিবীর আর অন্য কোনও জায়গায় পাওয়া যাবে না। এখানকার ল্যান্ডস্কেপ সকলের মনে এক আলাদাই জায়গা করে রেখেছে। তবে এবার এই সুইৎজারল্যান্ডই কিনা ভারতকে বড় রকমের ধাক্কা দিল। সুইৎজারল্যান্ডের তরফে ভারতের সঙ্গে বাতিল করে দেওয়া হল এক বিশাল রকমের চুক্তি। এখন আপনিও কি জানতে ইচ্ছুক যে কি সেই চুক্তি তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
ভারতের সঙ্গে চুক্তি বাতিল করল সুইৎজারল্যান্ড
ভারতের সঙ্গে ‘মোস্ট ফেভারড নেশন’ বা MFN চুক্তি বাতিলের ঘোষণা করেছে সুইৎজারল্যান্ড। সুইস সরকারের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ভারতের সঙ্গে দ্বৈত কর পরিহারের (Avoidance of Double Taxation) জন্য তৈরি প্রোটোকলে এমএফএন ধারা প্রযোজ্য হবে না।
এমএফএন স্ট্যাটাস প্রত্যাহারের অর্থ হ’ল সুইৎজারল্যান্ড ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে সে দেশে ভারতীয় সংস্থাগুলির দ্বারা অর্জিত লভ্যাংশের উপর ১০ শতাংশ কর আরোপ করবে। এই সিদ্ধান্তটি ভারতীয় সংস্থাগুলির জন্য একটি বড় ধাক্কার সমান হতে পারে, কারণ এখন সুইৎজারল্যান্ডে ভারতীয় সংস্থাগুলির দ্বারা অর্জিত আয়ের উপর আরও বেশি কর আরোপ করা হবে।
অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে ভারত
সুইৎজারল্যান্ডের এই পদক্ষেপের ফলে ভারতের বড়সড় আর্থিক ক্ষতি হতে পারে। সুইৎজারল্যান্ডে কাজ করা ভারতীয় সংস্থাগুলি, বিশেষ করে আর্থিক ও শিল্প ক্ষেত্রে এখন বাড়তি করের হারের মুখোমুখি হবে। এই পরিস্থিতি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ককে প্রভাবিত করতে পারে, যা এতদিন এমএফএন এর অধীনে উপকৃত হচ্ছিল।