শ্বেতা মিত্র, কলকাতাঃ বাংলার লক্ষাধিক উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পড়ুয়াদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। বিশেষ করে আপনার সন্তানও যদি আগামী বছরের মধ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার পরিকল্পনা করে থাকে তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার ও আপনার সন্তানের জন্য। উচ্চ মাধ্যমিক পরীক্ষার হওয়ার আগে কয়েক মাস আগেই বড় সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কেউ হয়তো ভাবতেও পারেনি যে শিক্ষা সংসদ এরকম শেষ মুহূর্তে করবে। আসলে এবার বেশ কিছু সিলেবাসে বড় রকমের পরিবর্তন ঘটানো হলো শিক্ষা সংসদে তরফে আর যার প্রভাব সরাসরি পড়বে পড়ুয়াদের উপর। হ্যাঁ ঠিকই শুনেছেন।
উচ্চ মাধ্যমিকের সিলেবাসে বড় বদল
আর কয়েক মাসের মধ্যেই সেমিস্টার পদ্ধতি শুরু হয়ে যাবে। আর এই সেমিস্টার পদ্ধতি অনুযায়ী নতুন রকমের পাঠ্যক্রম জারি করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু সেই পাঠক্রম বুঝে নিতে কার্যত চরম সমস্যার মুখে পড়তে হচ্ছিল পড়ুয়াদের। পড়তে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিলো সকলে বলে খবর। স্বাভাবিকভাবেই এরকম পরিস্থিতি থাকলে পরীক্ষার খাতায় সকলে কী লিখবে না লিখবে তা নিয়ে উদ্বেগ বাড়ছিল। তবে এবার কার্যত সকলের নাড়ি বুঝে এক ধাক্কায় ১৯টি বিষয়ের সিলেবাস বদলের পথে হাটল সংসদ।
১৯টি বিষয়ের সিলেবাস বদল!
এই বিষয়ে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, উচ্চমাধ্যমিকের যাতে নতুন সেমেস্টার পদ্ধতিতে পড়ুয়াদের সুবিধা হয়, সেটা রেখে পাঠ্যক্রম পরিমার্জন করেছে সংসদ। এখন নিশ্চয়ই ভাবছেন যে কোন কোন বিষয়ের সিলেবাস বদল হয়েছে? তাহলে জানিয়ে রাখি, বাংলা এ, ইংরেজি এ, ইংরেজি বি, অল্টারনেটিভ ইংলিশ, হিন্দি এ, হিন্দি বি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অ্যাকাউন্টেন্সি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ, এডুকেশন, সায়েন্স অফ ওয়েল-বিয়িং, স্ট্যাটিস্টিক, দর্শন (ফিলোজফি), পরিবেশ বিদ্যা, অর্থনীতি প্রভৃতি।
শুধু তাই নয়, আরও কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যার মধ্যে অন্যতম হল সংসদের পক্ষ থেকে বিদ্যালয় গুলিকে জানানো হয়েছে যে শিক্ষক-শিক্ষিকারা যে বিষয়গুলিকে ছাত্র-ছাত্রীদের জন্য কঠিন বলে মনে করছেন, সেগুলি বাদ রাখতে পারেন। পরীক্ষায় সমস্ত বিষয় থেকেই প্রশ্ন আসবে, এবং ছাত্রছাত্রীরা সেখান থেকে নিজেদের পছন্দমত প্রশ্ন বাছাই করে উত্তর দিতে পারবেন।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন, ‘সিলেবাস পরিবর্তনের দাবি জানিয়ে লিখিতভাবে সংসদ সভাপতিকে যে সুপারিশ করেছিলাম, সেগুলির কিছুটা মান্যতা পেয়েছে।’