পার্থ সারথি মান্না, কলকাতাঃ আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই হু হু করে কমবে তাপমাত্রা। যেমন কথা তেমন কাজ, ইতিমধ্যেই কনকনে ঠান্ডা পড়েছে বাংলার বেশ কিছু জেলায়। ঠান্ডায় উত্তরবঙ্গকে চ্যালেঞ্জ জানাচ্ছে পুরুলিয়া। হ্যাঁ ঠিকই দেখছেন, কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা যেখানে ৯.৫ ডিগ্রি সেখানে পুরুলিয়াতে তাপমাত্রা ৭.৫ ডিগ্রি। তবে শৈত্যপ্রবাহ জারি থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
শৈত্যপ্রবাহ জারি দক্ষিণবঙ্গে
হাওয়া অফিসের মতে, উত্তর ও উত্তর পশ্চিম থেকে দক্ষিণবঙ্গে ঠান্ডা ও শুষ্ক বাতাস প্রবেশ করছে। যার ফলে রাতের বেলা হু হু করে নামবে তাপমাত্রা একই সাথে কুয়াশা ও শিশিরের মাত্রাও বাড়বে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা থাকছে আগামী ২৪ ঘন্টা।
দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ রবিবার দক্ষিণের প্রতিটা জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। একইসাথে ঠান্ডাও পড়বে জাঁকিয়ে। কলকাতায় ছুটির দিনে তাপমাত্রা সর্বনিম্ন ১৩ ডিগ্রি ও সর্বোচ্চ ২৪ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে মনে করা হচ্ছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে। তবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় শৈত্যপ্রবাহের জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।
উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া
রবিবার ছুটির দিনে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে মালদা সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস মিলেছে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে কুয়াশা ও শিশিরে থাকবে সর্বত্র। আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহের জেরে তাপমাত্রা স্বাভাবিকের থেকেও ৩-৪ ডিগ্রি নামতে পারে বলে জানা যাচ্ছে।