৪৫০ কোটির বাংলো, বিলাসবহুল গাড়ি! জানুন RBI-র নতুন গভর্নর কি কি পাচ্ছেন

Published on:

rbi governor house

শ্বেতা মিত্র, কলকাতাঃ ২০২৪ সাল শেষ হওয়ার আগে আরবিআই (Reserve Bank of India) ও RBI-এর নতুন গভর্নরকে নিয়ে আলোচনার শেষ নেই। রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর হয়েছেন সঞ্জয় মালহোত্রা। ১৯৯০ ব্যাচের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (IAS) অফিসার এবং বর্তমানে রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা গত ১১ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেছেন। আরবিআই-এর এই বদল সম্পর্কে তো সকলেই জানেন। কিন্তু আরবিআই -এর গভর্নরের কার্যকাল কত দিনের হয় বা বেতন কত হয়, গভর্নর কোথায় থাকেন সে বিষয়ে কিছু জানেন কি? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই লেখাটি রইল আপনার জন্য।

আমাদের সাথে যুক্ত হন Join Now

৪৫০ কোটি টাকার বাংলো

আরবিআই গভর্নরের মেয়াদ সাধারণত তিন বছর হয়ে থাকে। সঞ্জয় মালহোত্রার ক্ষেত্রেও তাই। ফিগারিং আউট পডকাস্টে ইউটিউবার রাজ শামানির সঙ্গে কথোপকথনে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন একটি মজাদার তথ্য দিয়েছেন। তিনি জানান যে, ‘একবার আমি একটি গণনা করেছিলাম এবং আমি জানতে পেরেছিলাম যে আমরা যদি আমাদের বাড়ি বিক্রি করি তবে আমরা ৪৫০ কোটি টাকা পাব।’

আসলে বর্তমানে মুম্বইয়ের মালাবার হিল এলাকায় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের থাকার জন্য যে বাংলোটি দেওয়া হয় তা অনেক বড় এবং বিলাসবহুল। এই বাংলোতে সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। এ বাংলোটি দেখলে যে কারোর চোখ ধাঁধিয়ে যাবে।

Whatsapp Broadcast Join Now

গভর্নরের বেতন

ওই একই পডকাস্টে ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর থাকা রঘুরাম রাজন জানান, তাঁর সময়ে গভর্নরের বার্ষিক বেতন ছিল মাত্র ৪ লক্ষ টাকা। আরটিআই মারফত পাওয়া তথ্য অনুযায়ী, আগের রাজ্যপাল শক্তিকান্ত দাসের মাসিক বেতন ছিল আড়াই লক্ষ টাকা। শক্তিকান্ত দাসের আগে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ছিলেন উর্জিত প্যাটেলও একই বেতন পেতেন। রিজার্ভ ব্যাঙ্কের অন্যান্য শীর্ষ আধিকারিকদের বেতনের কথাও বলতে গেলে, ডেপুটি গভর্নরের বেতন প্রতি মাসে ২.২৫ লক্ষ টাকা। একই সময়ে, একজন নির্বাহী পরিচালকের বেতন প্রতি মাসে ২.১৬ লক্ষ টাকা।

আরবিআইয়ের নতুন গভর্নর কে?

Whatsapp Group Join Now

সঞ্জয় মালহোত্রা রাজস্থান ক্যাডারের ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার। তিনি আইআইটি, কানপুর থেকে কম্পিউটার বিজ্ঞানে ইঞ্জিনিয়ারিং পড়েছেন এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ৩৩ বছরের কর্মজীবনে তিনি বিদ্যুৎ, অর্থ ও কর, তথ্যপ্রযুক্তি, খনি প্রভৃতি খাতে অসামান্য নেতৃত্ব ও অভিজ্ঞতা দেখিয়েছেন। বর্তমানে তিনি অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সচিব ছিলেন।

সঙ্গে থাকুন ➥
X