‘আল্লাহর রহমতে সংখ্যাগুরুর থেকেও বড় হব’, মৌলবাদী মন্তব্য কলকাতা পুরসভার মেয়রের গলায়

Published on:

firhad hakim talks about mislims becoming majority

পার্থ সারথি মান্না, কলকাতাঃ কলকাতার মেয়র হিসাবে ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) সকলেই চেনেন। তবে সম্প্রতি তার কিছু মন্তব্যের জেরে শুরু হল বিতর্ক। এদিন তাঁর মুখেই শোনা গেল তীব্র মৌলবাদের কথা। যা শোনার পর রীতিমত চমকে গিয়েছেন তৃণমূলের নেতা সহ অনেকেই। শুরুতে খবর প্রকাশ্যে আসার পর অনেকেই ভেবেছিলেন হয়তো বিক্ষিপ্তভাবে করা কোনো মন্তব্য, কিন্তু তেমনটা নয়!

ফিরহাদ হাকিমের মুখে মৌলবাদী ভাষণ

WhatsApp Community Join Now

আজ অর্থাৎ শনিবার ১৪ই ডিসেম্বর সংখ্যালঘুদের একটি অনুষ্ঠানে হাজির ছিলেন ফিরহাদ হাকিম। ‘ফিরহাদ ৩০’ নামের এই সংগঠন তারই বলে জানা যাচ্ছে। সেখানেই তিনি বক্তৃতা দেওয়ার সময় বলেন, ‘বাংলায় তো আমরা ৩৩%, তবে হিন্দুস্থানে আমরা ১৭%, আর আমাদের সংখ্যালঘু সম্প্রদায় বলা হয়। কিন্তু আমারা নিজেদের সংখ্যালঘু বলে মনে করি না। আমরা মনে করি যদি আল্লাহর রহমত আমাদের উপর থাকে তাহলে আমরা সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হতে পারব। আল্লাহর এই নির্দেশ বা ইচ্ছা আমরা আমাদের ক্ষমতাতেই আয়ত্তে করতে পারব’।

বিচার চাওয়া নিয়েও করলে মন্তব্য

এখানেই শেষ নয়, বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আজকাল আমরা দেখছি মোমবাতি হাতে নিয়ে We want Justice স্লোগান তোলা হচ্ছে। কিন্তু মিছিল করে বিচার পাওয়া যাবে না। নিজেদের আউকাত আর রুতওয়া এমন হতে হবে যে বিচার এমনিই মিলবে’।

এরপর তিনি আরও বলেন, ‘বর্তমানে কলকাতা হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্টে মাত্র দু’চারজন বিচারপতি রয়েছেন। কেন? কারণ আমারা নিজেদের সেভাবে তৈরী করত উঠতে পারিনি যাতে বিচার দিতে পারি। আল্লাহ তালহার রহমত আর আপনাদের পরিশ্রমই এটা পূরণ করতে পারবে। তাহলেই আমরা বিচার দেওয়ার লায়েক হয়ে যেতে পারব।’

কি বলছে রাজনৈতিক বিশেষজ্ঞমহল?

মেয়রের এই মন্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পর রাজনৈতিক বিশেষজ্ঞরা মুখ খুলেছেন। তাদের মতে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে শিক্ষা ও দক্ষতা বাড়ানোর জন্য উৎসাহ দেওয়ার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জন্য সেটা প্রযোজ্য হবে না বরং সমস্ত অনগ্রসর শ্রেণীর মানুষের জন্যই সেটা প্রযোজ্য হবে। আর সংখ্যালঘুদের সম্পর্কে সংখ্যাগুরু হয়ে ওঠার যে বক্তব্য তিনি রেখেছেন সেটা যথেষ্ট বিতর্ক সৃষ্টি করতে পারে। এমনকি এই মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়তে পারে শাসকদল এমনটাও মনে করা হচ্ছে।

সঙ্গে থাকুন ➥
X