সমকামী ছিলেন বলে দাবি পাঁচ পাঁচটি বিয়ে করা কবীর সুমনের

Published on:

kabir suman

প্রীতি পোদ্দার, কলকাতা: সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কাছে একের পর এক ট্রোলিং এর শিকার যেই সকল তারকারা হন তাঁদের মধ্যে অন্যতম হলেন সুরকারা, গীতিকার কবীর সুমন (Kabir Suman)। কোনও কিছুতেই রাখঢাক নেই তাঁর। ব্যক্তিগত জীবন নিয়ে সবসমই খোলাখুলি কথা বলে এসেছেন তিনি। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনও তিনি দেবী আবার কখনও সকলের মা বলে জনসমক্ষে অভিহিত করেছেন। আরজি কর নিয়ে যখন রাজ্য উত্তাল তখন সোশাল মিডিয়ায় চুপ থাকেননি ‘জাতিস্মর’ শিল্পী ৷ নিজেকে ‘চটিচাটা’ বলে উল্লেখ করতেও দ্বিধা করেননি। আর এই আবহে ফের নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন।

পাঁচবার বিয়ে সুমনের!

WhatsApp Community Join Now

বয়স ৭৬ পেরিয়ে ৭৭ এ পড়তে চলেছে। তবে এই বয়সেও যে তিনি বিছানায় সক্ষম সেটা তিনি বারবার মিডিয়ার সামনে বলেছেন। যার জন্য তাঁকে নিয়ে কম সমালোচনা হয়নি। গায়কের পাঁচবার বিয়ে করলেও, একটাও টেকেনি দাম্পত্য সম্পর্ক। তাঁর মুখে বহুবার শোনা গিয়েছে সুন্দরী নারীদের জন্যই নাকি তিনি বেঁচে আছেন। তবে এবার তিনি নিজেকে সমকামী বলে দাবি করলেন কবীর সুমন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কবীর সুমন নিজের সম্পর্কে এক বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি জানান, ছোটবেলায় তিনি নাকি ‘হোমো-সেক্সুয়াল’ ছিলেন।

১৬ বছর বয়সে হোমো-সেক্সুয়াল ছিলেন কবীর সুমন

কবীর সুমন জানান, ‘আমি খুব ছোটবেলায়, ১৬ বছর বয়সে হোমো-সেক্সুয়াল ছিলাম। তারপর আমার মহিলাদেরই বেশি ভালো লাগে। এখনও ভালো লাগে।’ আসলে বাংলাদেশের BUET বিশ্ববিদ্যালয়ের ভারতীয় জাতীয় পতাকার অবমাননার সেই ভিডিও যখন ভাইরাল হয়েছিল, চারিদিকে যখন ভারতীয়রা হিংসার প্রতিশোধ নেওয়ার জন্য একের পর এক পদক্ষেপ নিচ্ছিল তখন ফেসবুকে কবীর সুমন বলেছিলেন, ‘পতাকার চেয়ে ভালোবাসা বড়’। আর এই মন্তব্যে ব্যাখা দিতে গিয়ে কবীর সুমন নিজেকে সমকামী জানিয়েছেন।

প্রসঙ্গত, ১৯৬৯ সালে প্রথম ভয়েস অফ আমেরিকায় কাজ করার সময়ে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে বাংলাদেশের সোফিয়া নাজমা চৌধুরীর সঙ্গে। ১০ বছর পর দেশে ফিরে কলকাতায় সংসার পাতেন দুজনে। শোনা যায়, নাজমাকে বিয়ে করতে ধর্মান্তরিত হন তিনি। পরে সম্পর্কে ছেদ ধরে তাঁদের। এরপর মারিয়া নামের একজন মহিলাকে বিয়ে করেন তিনি। কিন্তু সেই বিয়েও সুখের হয়নি। নব্বইয়ের দশকের শেষে মারিয়া সুমনের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন। এরপর মারিয়ার সঙ্গে ডিভোর্সের মঞ্জুর হওয়ার আগেই বাংলাদেশের গায়িকা সাবিনা ইয়াসমিনকে বিয়ে করেন। কিন্তু তাঁদের মধ্যে ডিভোর্স না হলেও বেশ কয়েক বছর ধরে আলাদা রয়েছেন দুজনেই।

সঙ্গে থাকুন ➥
X