কৌশিক দত্ত, কলকাতাঃ পাকিস্তান (Pakistan) ক্রিকেটে বর্তমানে ডামাডোল অবস্থা। কিছুদিন আগেই পাকিস্তানের লাল বলের কোচ জেসন গিলেস্পি আচমকাই পদত্যাগ করেন। সাউথ আফ্রিকার সঙ্গে পাকিস্তানের টেস্ট সিরিজ হওয়ার আগেই গিলেস্পির এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও হিলিয়ে দেয়। এরপর পাকিস্তানের অভিজ্ঞ প্লেয়ার মহম্মদ আমির সন্ন্যাস ঘোষণা করেন। আর এর ৩৬ ঘণ্টার মধ্যেই পাকিস্তানের আরও দুই ক্রিকেটার অবসরের ঘোষণা করেছেন।
সর্বপ্রথম পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম অবসরের ঘোষণা করেছিলেন। এরপর বোলার মহম্মদ আমির। আর এবার মহম্মদ ইরফানও অবসরের ঘোষণা করলেন। যার জেরে চরম চাপে রয়েছে প্রতিবেশী দেশের ক্রিকেট মহল।
পাকিস্তানের সবথেকে দীর্ঘকায় বোলার মহম্মদ ইরফানও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। ২০১৯ সালে পাকিস্তানের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন মহম্মদ ইরফান। এরপর আর তাঁর জায়গা হয়নি দলে। ৭.১ ফুটের এই বোলার পাকিস্তানি দলের সবথেকে দীর্ঘকায় প্লেয়ার ছিলেন। তবে এবার তাঁর ক্রিকেট সফরের ইতি হল।
৪২ বছরে অবসর গ্রহণ
আসলে মহম্মদ ইরফানের বয়সও কম হয়নি। ৪২ বছর বয়সে তিনি নিজের অবসরের কথা ঘোষণা করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার কোচ, সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা জাহির করছি। তাঁদের সঙ্গে কাটানো দিনগুলো তাঁদের ভালোবাসা আমি আজীবন মনে রাখব।’
মহম্মদ ইরফানের কেরিয়ার
মহম্মদ ইরফান পাকিস্তানের জাতীয় দলের হয়ে ৪ টি টেস্ট, ৬০ টি ওয়ানডে আর ২২ টি T20 ম্যাচ খেলেছিলেন। সেখানে ৪ টেস্টে তিনি ১০ উইকেট, ৬০ একদিবসিয় ম্যাচে ৮৩ উইকেট ও ২২টি টোয়েন্টি২০ ম্যাচে ১৬ উইকেট নিয়েছিলেন।