উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের ২০০০০ টাকা দেবে সরকার, সহজেই আবেদন করুন কেন্দ্রের স্কলারশিপে

Published on:

pm uchchatar shiksha protsahan yojana

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ছাত্রছাত্রীরাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ। তাই মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষার পথে অর্থ যাতে কোনো বাধা না হয় তার জন্য একাধিক স্কলারশিপ প্রদান করা হয়। রাজ্য ও কেন্দ্র সরকার তো বটেই, প্রাইভেট কোম্পানি ও NGO এর তরফ থেকেও আর্থিক বৃত্তি দেওয়া হয়। আজ এমনই একটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প পিএম উচ্চতর শিক্ষা প্রউৎসাহন যোজনা সম্পর্কে জানাবো আপনাদের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা প্রউৎসাহন যোজনা । PM Uchchatar Shiksha Protsahan Yojana

যে সমস্ত ছাত্রছাত্রীর পরিবার আর্থিকভাবে অনগ্রসর তাদের সাহায্যের জন্যই এই স্কলারশিপ প্রদান করা হয়। প্রতিবছর এই স্কলারশিপের মাধ্যমে ৮২০০০ গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন ও ডিগ্রি কোর্সে পাঠরত পড়ুয়াদের আর্থিক সাহায্য করা হয়। মূলত দ্বাদশ শ্রেণীতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। কি যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করবেন? বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পিএম উচ্চতর শিক্ষা প্রউৎসাহন যোজনার সুবিধাঃ

এই স্কলারশিপের মাধ্যেম বছরে ২০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়। তবে কোর্সের ভিত্তিতে টাকার পরিবর্তন হয়। যেমন গ্রাজুয়েশনের পড়ুয়ার ক্ষেত্রে ১২,০০০ টাকা, পোস্ট গ্রাজুয়েশন ও চতুর্থ বা পঞ্চম সেমিস্টারের ক্ষেত্রে ২০,০০০ দেওয়া হয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আবেদনের জন্য যোগ্যতা

  • আবেদনকারীকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অবশ্যই ৮০% বা তার বেশি নাম্বার পেয়ে পাশ করে থাকতে হবে।
  • পড়ুয়াকে অবশ্যই গ্রজুয়েশন বা ডিগ্রি কোর্সে ভর্তি হয়ে থাকতে হবে। এক্ষেত্রে যে কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে সেটি ইল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন বা AIETC অ্যাপ্রুভ হতে হবে।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক যায় ৪,৫০,০০০ টাকার মধ্যে হতে হবে।
  • এই স্কলারশিপে আবেদনের পর যোগ্য হলে রিনিউয়াল জন্য নূন্যতম ৫০% নাম্বার সহ পাশ করতে হবে ও ৭৫% উপস্থিতির হার থাকতেই হবে।

আবেদনের পদ্ধতি

  • যে সমস্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চাও তাদের প্রথমেই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে চলে যেতে হবে। সেখানে রেজিষ্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন করা হয়ে গেলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। এরপর স্কলারশিপের নাম খুঁজে সেটাকে ক্লিক করে নিতে হবে।
  • এবার যে ফর্ম খুলবে সেটা যথাযথ তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। একইসাথে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে সবটা মিলিয়ে নিয়ে ভেরিফিফিকেশন কমপ্লিট করতে হবে ডিজিলকার অ্যাপের মাধ্যমে।
  • ভেরিফিকেশন কমপ্লিট হলে প্রথমে সেভ ড্রাফট করে সবটা মিলিয়ে নিন। তারপর সব ঠিক থাকলে সাবমিট করে দিলেই আবেদন সম্পন্ন হয়ে যাবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group