প্রীতি পোদ্দার, কলকাতা: জাঁকিয়ে শীতের পরিস্থিতি রাজ্যে। এই মুহুর্তে উত্তর থেকে দক্ষিণে জোরকদমে চলছে শৈত্যপ্রবাহ। পশ্চিমের জেলাগুলিতে অবস্থা আরও খারাপ। বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায় শৈত্য প্রবাহের জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু এই শীত এবার ক্ষণস্থায়ী হতে চলেছে। কারণ এবার শীতের পথে বন্ধ হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ।
আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে যে আজ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। এরপর পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে যাবে তামিলনাড়ুর দিকে। যার জেরে সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু বাংলায় ওপর এর সরাসরি কোনো প্রভাব পড়বে না। কিন্তু পরোক্ষ ভাবে প্রভাব পড়তে পারে। যার ফলে আগামী কয়েকদিনে এর জেরে শীত কিছুটা কমবে দক্ষিণবঙ্গে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে শীতের আপডেট নিয়ে আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। তবে পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। অর্থাৎ কিছুটা ঠান্ডা কমবে এই সময়কালে। তবে বহু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে থাকতে পারে। কিন্তু কোনো জেলায় আগামীকাল বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এমনকি শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ সোমবার, উত্তরবঙ্গেও রাতের পারদ অপরিবর্তিত থাকবে। তবে এরপর আগামী কয়েকদিনে উত্তরের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে ধীরে ধীরে। এদিকে দার্জিলিং এবং উত্তরের সমতলের বাকি জেলাগুলিতে কুয়াশা থাকবে ১৬ ডিসেম্বর। এরপরও সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোনো জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার সতর্কতা নেই।