প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগে পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মেয়র ফিরহাদ হাকিমের মুখে উগ্র মৌলবাদী কথা শুনে অনেকেই বিষ্মিত হয়েছিলেন। আসলে গত শনিবার, ‘ফিরহাদ থার্টি’ নামে সংখ্যালঘুদের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম ওরফে ববি। এদিন সেই অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন। যা নিয়ে রীতিমত রাজ্য রাজনীতিতে তর্ক বিতর্ক শুরু হয়েছে। এমনকি রাজ্যের পুরমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম এর সেই মন্তব্যের জন্য এবার খোদ মুখ্যমন্ত্রীর তিরস্কারের মুখে পড়লেন ববি।
অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিমের বিস্ফোরক মন্তব্য
এদিন তিনি ওই অনুষ্ঠানে বলেন, “বাংলায় আমরা ৩৩ শতাংশ। কিন্তু ভারতে মাত্র ১৭ শতাংশ। তবে আমরা নিজেদের সংখ্যালঘু ভাবিনা। আমরা ভাবি আল্লাহর রহমত যদি আমাদের উপর থাকে তাহলে আমরা একদিন সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হব। আল্লাহর এই নির্দেশ তথা ইচ্ছাকে আমাদের তাকত দিয়ে হাসিল করতে পারব”। এমনকি বাংলার সংখ্যালঘুদের উজ্জীবিত করার উদ্দেশে ববি হাকিম আরও বলেন যে, “ইদানীং আমরা দেখি মোমবাতি মিছিল করে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলা হচ্ছে। কিন্তু মিছিল করে বিচার চাইলে বিচার পাওয়া যাবে না। নিজেদের অউকাত ও রুতওয়া এমন হতে হবে যাতে বিচার এমনিই পাওয়া যাবে।”
মেয়রের কথায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
তাঁর বক্তব্যে এদিন সমস্ত রাজনৈতিক দলের নেতারা বিভাজনের গন্ধ পেয়েছিলেন। এমনকি নিজের দলের সদস্যদের মধ্যেও ফিরহাদ হাকিমকে নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছে। যার জেরে প্রচণ্ড রেগে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের একটি সূত্র বলছে, খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর স্পষ্ট অসন্তোষের বার্তা ফিরহাদ হাকিমকে জানিয়েও দিয়েছেন।
তিনি বলেছেন, “সেখানের সদস্য তথা মন্ত্রী কেন এমন কথা বলবেন? তাহলে বিজেপির সঙ্গে পার্থক্য কী রইল?” যার ফলে দলনেত্রীর তিরস্কারে খানিকটা দমে গিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম। সেই কারণে বিতর্কের মুখে পড়ে গতকাল অর্থাৎ রবিবার ফিরহাদ বলেন, ‘আমি একজন ভারতীয় এবং ধর্মনিরপেক্ষ মানুষ। আমি মৃত্যুর দিন পর্যন্ত ধর্মনিরপেক্ষই থাকব।’
এদিকে তাঁর মন্তব্যের জেরে ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর বলেন, ‘জিন্দেগি লম্বি নেহি, বড়ি হোনি চাহিয়ে, হুজুর হাকিমজি! কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই।’ অপরদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, ‘কলকাতার মেয়র সাম্প্রদায়িক রাজনীতিকে সুড়সুড়ি দিয়ে উস্কানিমূলক মন্তব্য করছেন। তাতে বিজেপি হিন্দু সাম্প্রদায়িক রাজনীতির অক্সিজেন পাচ্ছে। ওঁকে মেয়রের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত।’