চাপে নবান্ন! ফের হাইকোর্টে মামলা DA আন্দোলনকারীদের, অনুমতিও দিলেন বিচারপতি

Published on:

nabanna

প্রীতি পোদ্দার, কলকাতা: লোকসভা নির্বাচনের অনেক আগেই নিয়ম অনুযায়ী কেন্দ্র সরকার বছরের শুরুতেই কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness allowance) এবং DR বৃদ্ধি করেছিল। একধাক্কায় DA এর পরিমাণ বাড়িয়ে দিয়েছিল ৪ শতাংশ। তখন কেন্দ্রীয় কর্মীদের DA এর পরিমাণ দাঁড়িয়েছিল ৫০ শতাংশ। এদিকে পশ্চিমবঙ্গ সরকারও চলতি বছরের লোকসভা নির্বাচন মেটার পরেই সরকারী কর্মীদের DA এর পরিমাণ ৪ শতাংশ বৃদ্ধি করেছিল। তাতে মোট DA এর পরিমাণ দাঁড়িয়েছে ১৪ শতাংশ। কিন্তু তাতেও কেন্দ্র এবং রাজ্যের মধ্যে DA এর ফারাক বা পার্থক্য একটুও কমেনি। উল্টে চলতি বছর অক্টোবর মাসে DA এর পরিমাণ ফের ৩ শতাংশ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার।

ফের দুয়ারে অবস্থান কর্মসূচি গ্রহণ সংগ্রামী যৌথ মঞ্চের

WhatsApp Community Join Now

যার ফলে বর্তমানে কেন্দ্রীয় সরকারী কর্মীদের DA এর পরিমাণ দাঁড়িয়েছে ৫৩ শতাংশে। কিন্তু রাজ্য সরকারী কর্মীদের DA এর পরিমাণ রয়েছে সেই ১৪ তেই। তাই দীর্ঘ সময় ধরে প্রথম থেকেই সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই চলছে DA বৃদ্ধির দাবিতে। ৩৯ শতাংশ বকেয়া DA অবিলম্বে দেওয়ার দাবিতে ও সরকারি বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদে লোক নিয়োগ করার দাবিতে লড়াইয়ের পথে নেমেছে রাজ্য সরকারের কর্মীরা। সম্প্রতি নবান্নের বিরুদ্ধে লড়াইয়ে এবার ফের দুয়ারে অবস্থান কর্মসূচি গ্রহণ করতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চের একাংশ।

মামলার অনুমতি হাইকোর্টের

সূত্রের খবর, প্রাপ্য দাবি আদায়ের জন্য আগামী রবিবার নবান্নের সামনে ধর্নায় বসতে চায় সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু সেই ধর্না মিছিলে এবার সরাসরি পুলিশ অনুমতি মেলেনি। আর পুলিশের এইরূপ সিদ্ধান্তে কার্যত ক্ষুব্ধ সংগ্রামী যৌথ মঞ্চ। এই অভিযোগে হাইকোর্টে রীতিমত মামলা দায়ের করতে চেয়ে আবেদন জানাল সংগঠন। আর সেই মামলা করার অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। জানা গিয়েছে আগামী বুধবার এই মামলার শুনানি হবে।

সংগ্রামী মঞ্চের তরফে এদিন জানানো হয়েছে, চলতি মাসের অর্থাৎ ডিসেম্বরের ২২ থেকে ২৪ তারিখ, তিনদিনব্যাপী এই অবস্থান বিক্ষোভ করার পরিকল্পনা করেছেন তারা। এবং আগামী ২৭ ডিসেম্বর মহামিছিলও করার পরিকল্পনা করেছে সংগ্রামী মঞ্চ। সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে শুরু করে মিছিল যাবে শহিদ মিনার পর্যন্ত। তারপরই সেখানে হবে অবস্থান বিক্ষোভ। এবার দেখার পালা এই পরিকল্পনা কতটা সার্থক হবে। আগামী বুধবার মামলার রায়ের দিকে তাকিয়ে আছে গোটা বাংলা।

সঙ্গে থাকুন ➥
X