প্রীতি পোদ্দার, কলকাতা: ডিসেম্বরের শুরুটা শীত প্রেমীদের কাছে বেশ মজাদার। কারণ হালকা মনোরম শীতের মাঝেই বেশ জাঁকিয়ে পড়েছে শীত। আর এই আবহেই পশ্চিমের জেলাগুলিতে গতকাল পর্যন্ত ছিল শৈত্যপ্রবাহের দাপট। অনেকটাই নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। তবে এই আবহে ফের পশ্চিমী ঝঞ্ঝার ছায়া পড়ল বঙ্গের আবহাওয়ায়।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর ভারতের উপরে থাকা পশ্চিমী ঝঞ্ঝা এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের সম্ভাব্য নিম্নচাপের জেরে বঙ্গের পারদ কমছে। সঙ্গে বাতাসেও ঢুকছে জলীয় বাষ্প। ওই দুটি ‘সিস্টেম’-র কারণে দুর্বল হয়ে যাচ্ছে উত্তুরে হাওয়া। তবে পারদ চড়লেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছেই থাকবে। আর ঠান্ডা-ঠান্ডা অনুভূতিও হবে। শুধু জাঁকিয়ে ঠান্ডা কম পড়বে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির কোনো সতর্কতা জারি করা হয়নি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে শুধু আজ নয়, আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। এইমুহুর্তে জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও আগামীকাল অর্থাৎ মঙ্গলবার শুষ্ক থাকবে আবহাওয়া। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সপ্তাহের শেষে অর্থাৎ শনিবার একমাত্র দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি ছ’টি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।