পার্থ সারথি মান্না, কলকাতাঃ বিগত কয়েকমাস ধরে ভারতীয় রেলের তরফ থেকে বারেবারে প্রচার করা সত্ত্বেও অনেকেই টিকিট ছাড়াই যাত্রা করছেন। তবে এবার আর হালকা ভাবে নয়, কড়া পদক্ষেপ নিচ্ছে রেল। কিছুদিন আগেও জানা গিয়েছিল টিকিট চেকিং করে বিপুল টাকা আয় হয়েছিল। এবার ফের সেই ঘটনার পুনরাবৃত্তি দেহকে গেল।
টিকিটহীন যাত্রী ধরতে অভিযান রেলের
কিছুদিন আগেই শিয়ালদহ – বনগাঁ লাইনে টিকিট চেকিং করে এক দিনেই ২ লক্ষ ১৭ হাজার ৭৮০ টাকা আয় হয়েছিল রেলের। শিয়ালদহ ডিভিশনের বিশেষ টিকিট চেকিং দলটির নাম দেওয়া হয়েছে ‘জাগৃতি’। এই দলই সম্প্রতি অভিযান চালিয়েছিল দমদম ক্যান্টনমেন্ট থেকে বারাসাত স্টেশন পর্যন্ত। আপ ও ডাউন উভয় লোকাল ট্রেনেই চেকিং হয় ফলে বিপুল সংখ্যক টিকিটহীন যাত্রীরা ধরা পড়েন।
৩ ঘন্টায় ৮৭৮ জনকে ফাইন
যেমনটা জানা যাচ্ছে সকাল ৯টা থেকে শুরু করে বেলা ১২টা পর্যন্ত চলে টিকিট চেকিং। এই ৩ ঘন্টাতেই আপ ও ডাউন মিলিয়ে মোট ৮৭৮ জনকে জরিমানা করা হয়। যার মধ্য ৭২৮ জন যাত্রী বিনা টিকিটেই যাত্রা করছিলেন। এই ৭২৮ জনের থেকেই ১ লক্ষ ৯১ হাজার ৭২০ টাকা ফাইন তোলা হয়েছে। সব মিলিয়ে স্পেশাল টিমের দৌলতেই ২ লক্ষ ১৭ হাজার ৭৮০ টাকা আয় হয়েছে রেলের।
এদিনের স্পেশাল চেকিংয়ের খবর হু হু করে ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। যার ফলস্বরূপ শিয়ালদহ থেকে বনগাঁ শাখায় অন্যদিনের তুলনায় ৩ – ৪ লক্ষ টাকা টিকিট বিক্রি বেড়ে গিয়েছে। অর্থাৎ বিনা টিকিটের যাত্রীরা যে চিন্তায় পড়েছে সেটা একপ্রকার স্পষ্ট।
প্রসঙ্গত, টিকিট চেকিং নিয়ে রেলের তরফ থেকে সিনিয়ার ডিএসএম পবন কুমার জানান, ‘আগামীদিনে হল্ট স্টেশন থেকে শুরু করে বনগাঁ, হাসনাবাদ, শিয়ালদাহ দক্ষিণের বিভিন্ন শাখাত অভিযান চালানো হবে।’ যাত্রীদের সুবিধার্থে অনলাইনে টিকিট কাটা চালু হয়েছে তাই টিকিট না কেটে যাত্রা করা যতদ্রুত সম্ভব বন্ধ করানোর জন্যই এই ব্যবস্থা নিয়েছে রেল।