বজরংবলীর কৃপায় ভাগ্য খুলে যাবে ৭ রাশির, আজকের রাশিফল ১৭ই ডিসেম্বর

Published on:

rashifal

শ্বেতা মিত্র, কলকাতা: আজ ১৭ ডিসেম্বর মঙ্গলবার পড়েছে। আর মঙ্গলবার মানেই হল ভগবান বজরংবলীর দিন। এদিন বজরংবলীর কৃপায় কপাল খুলে যাবে বহু রাশির। আজ অনেকের কপালে কিছু ভালো যোগ লেখা রয়েছে, তবে আবার কিছু রাশি জাতক-জাতিকাদের আজকের দিনটি খুবই সতর্কতার মধ্য দিয়ে কাটাতে হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সপ্তাহে দ্বিতীয় কর্ম ব্যস্ত দিনে আপনার ভাগ্যে কী লেখা রয়েছে।

WhatsApp Community Join Now

মেষ- বাড়তি খরচের ওপর রাশ টানুন। দীর্ঘ সময় পরে, কাজগুলি শেষ করে মনে সুখ আসবে। প্রেম জীবনে নতুন উত্তেজনাপূর্ণ মোড় আসবে। আপনি একটি নির্দিষ্ট প্রকল্পের দায়িত্ব পেতে পারেন।  সুস্বাস্থ্য বজায় থাকবে।

বৃষ- অর্থনৈতিক বিষয়ে চড়াই উৎরাই থাকবে। বন্ধুদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করা যেতে পারে। পারিবারিক জীবনে পরিবর্তন আসতে পারে। বন্ধুরা আপনার পরামর্শের প্রশংসা করবে। কিছু মানসিক চাপ নিদ্রাহীনতার সমস্যা তৈরি করতে পারে। স্বাস্থ্যের উন্নতি হবে।

মিথুন- ঈশ্বরের আশীর্বাদে দীর্ঘদিনের সমস্যা দূর হবে। কাজের পথে আসা বাধাগুলি দূর হবে। কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারবেন। পরিবারের সদস্যদের মেজাজের পরিবর্তন পারিবারিক জীবনে উত্তেজনা সৃষ্টি করতে পারে। এমন কিছু করবেন না যা সঙ্গী পছন্দ করেন না এবং যার কারণে সম্পর্কে উত্তেজনা বাড়ে।

কর্কট- টাকা পয়সা জমানোর চেষ্টা করুন। অফিসে কারোর সঙ্গে বাদানুবাদে জড়াবেন না। সহকর্মীদের সঙ্গে মিলেমিশে কাজ করুন। আজ বন্ধুবান্ধবদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকবে। শরীরের দিকে নজর দিন।

সিংহ- আপনারও কি সিংহ রাশি? তাহলে জেনে নিন আজ আপনার সারাটা দিন কেমন কাটবে। আজ এই রাশির জাতক জাতিকাদের জন্য খুবই বিশেষ হতে চছী। পারিবারিক জীবনে সুখ ফিরবে। অসুস্থ থাকলে আজ তা থেকে মুক্তি পেতে পারেন। তবে ব্যবসায়ীরা আজ যথেষ্ট চড়াই উতরাইয়ের সাক্ষী থাকবেন।

কন্যা- আজ এই রাশির জাতক জাতিকাদের না খুব ভালো না খুব খারাপ কাটবে। আজ আপনি সকলের কেন্দ্রবিন্দুতে থাকবেন। খরচপাতির বিষয়ে একটু সমঝে চলুন। পারিবারিক জীবনে চড়াই উতরাই বজায় থাকবে। তবে সুখ শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে।

তুলা- আপনারও যদি তুলা রাশি হয়ে থাকে তাহলে আপনার জন্য রইল খারাপ খবর। প্রফেশনাল লাইফে অনেক চ্যালেঞ্জ আসবে। মনের মানুষ বা পরিবারের সঙ্গে সময় কাটান। কেরিয়ার দারুণ গ্রোথ হবে।

বৃশ্চিক- আজ কর্মক্ষেত্রে অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। সব কাজে দেরি হবে। কর্মক্ষেত্রে অপমানিত হতে পারেন। ব্যবসায় বিবাদ এড়িয়ে চলুন। কোনও গুরুত্বপূর্ণ কাজে বিলম্বের কারণে মন খারাপ হবে। ষড়যন্ত্রের শিকার হতে পারেন। বেশি গতিতে গাড়ি চালাবেন না, অন্যথায় দুর্ঘটনা ঘটতে পারে।

ধনু- ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখা হবে। কাজে বারবার বাধা আসবে। ব্যবসায় ঋণ নিয়ে অতিরিক্ত পুঁজি বিনিয়োগের আগে ভালো করে চিন্তা করুন। আদালত সংক্রান্ত কোনও মামলায় সাফল্য পাবেন। ভালো টাকা পাবেন। পুরানো কোনও বিবাদ থেকে মুক্তি পাবেন। বহুজাতিক সংস্থায় কর্মরত ব্যক্তিরা উচ্চ পদ পেতে পারেন, বেতনও বাড়বে।

মকর- আপনারও কি মকর রাশি? তাহলে জেনে নিন আজ আপনার সারাটা দিন কেমন কাটবে। আজ আপনার দিন খুব একটা ভালো কাটবে না। শেয়ার মার্কেটে টাকা লাগানোর আগে সাবধান। শরীর ভালো থাকবে না। বিদেশে ভ্রমণে যাওয়ার সুযোগ।

কুম্ভ- সম্পত্তি সংক্রান্ত মামলায় ধাক্কা খাবেন। টাকা জমান নইলে সমস্যায় পরবেন। পরিবার বা বন্ধুদের সঙ্গে একটা ভালো সময় কাটাবেন। আপনার লক্ষ্য পূরণ হবে। স্বাস্থ্যের প্রতি নজর দিন। চাকরিতে কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন সহকর্মী তৈরি হবে।

মীন- নিঃসন্তান ব্যক্তিরা সন্তান সম্পর্কিত সুসংবাদ পাবেন। ব্যবসা ক্ষেত্রে কারোর সাহায্য পাবেন। কোনও অসম্পূর্ণ কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সঙ্গে থাকুন ➥
X