বেকারদের জন্য সুখবর, এবার মেলা করে চাকরি দেবে পশ্চিমবঙ্গ সরকার, দেখুন কোথায় হচ্ছে

Published on:

milan utsav 2025

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দিনের পর দিন অত্যাধিক হারে বৃদ্ধি পাওয়ায় রীতিমত ফ্যাসাদে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এদিকে চাকরির অবস্থা খুবই খারাপ। আয়ের পরিমাণ দিনের পর দিন কমতে থাকায় বেকারত্বের গ্রাফ বেড়েই যাচ্ছে। যার মধ্যে অন্যতম হল পশ্চিমবঙ্গ। তাই এই সমস্যা খানিক নির্মূল করতে রাজ্য সরকারের তরফ থেকে এক নয়া উদ্যোগ নেওয়া হচ্ছে। যার ফলে বেকার ছাত্রছাত্রী এবং যুবক যুবতীরা অনেকটাই নিশ্চিন্ত হতে পারবেন। সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

রাজ্যে শুরু হতে চলেছে চাকরির মেলা

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম বা WBMDFC-এর উদ্যোগে বেকার যুবক যুবতীদের জন্য আয়োজিত হচ্ছে এক অসাধারণ কেরিয়ার মেলা ও চাকরির উৎসব ২০২৫। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই মেলাটি আগামী ৩ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত হবে। কলকাতার পার্ক সার্কাস ময়দানে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই মেলা। কেরিয়ার মেলা ও চাকরির উৎসব এর শুভ উদ্বোধন হবে ৩ জানুয়ারি বিকাল ৫টা ৩০ মিনিটে। আর এই মেলায় চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ এর কর্মসংস্থান সুনিশ্চিত করতে রাজ্য সরকার সকলকে আহ্বান জানিয়েছে এই মেলায় অংশগ্রহণের জন্য।

আবেদন পদ্ধতি

এই মেলায় অংশগ্রহণকারীদের কর্মসংস্থানে এক নতুন সুযোগ তুলে ধরতে বড় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আবেদনের সুবিধাও করা হয়েছে অনলাইনে। একনজরে জেনে নেওয়া যাক কীভাবে আবেদন করতে হবে। এক্ষেত্রে প্রার্থীদের প্রথমে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে মিলন উৎসব নামের অপশনে ক্লিক করে সরাসরি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদনের ফর্মটি পূরণ করতে হবে। ফর্মটি পূরণ করার সময় বেশ কিছু প্রয়োজনীয় নথি বা তথ্য আপলোড করতে হবে। তবে মনে রাখতে হবে যে সমস্ত প্রয়োজনীয় নথিগুলো আপলোড করা হবে সবগুলোর অরজিনাল কপি চাকরির মেলা অনুষ্ঠানে নিয়ে যেতে হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এই মেলায় বিভিন্ন ধরনের বিভাগ রয়েছে অংশগ্রহণের জন্য। জব মেলা, এখানে চাকরির সন্ধানকারী ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন কাজের অফার করা হয়। হস্তশিল্প প্রদর্শনী বিভাগ, এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্প্রদায়ের হাতে বানানো নিজস্ব কুটির শিল্পের প্রদর্শনী করা হয়। কেরিয়ার স্টল ও কাউন্সেলিং বিভাগ এখানে চাকরির দিশা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা বিভাগ, এখানে অংশগ্রহণকারীরা নিজেদের প্রতিভা প্রদর্শনের মাধ্যমে নিজেদের প্রতিভা প্রসারিত করতে পারে। এছাড়াও রয়েছে বিজ্ঞান প্রদর্শনী এবং সামাজিক মাধ্যম সচেতনতা শিবির।

আবেদনের শেষ তারিখ

এই মেলায় আবেদন করার শেষ দিন হল ২০ ডিসেম্বর, ২০২৪। শুরু হয়েছিল ৯ ডিসেম্বর থেকে। হাতে বাকি রয়েছে আর মাত্র কয়েকটা দিন। তাই বেশি দেরি না করে এই মেলায় অংশগ্রহণের জন্য এবং মেলায় স্টল বুক করার জন্য জলদি আবেদন করে ফেলুন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group